ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১২ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার বিকেলে ভুক্তভোগী মেয়েটির বাবা শৈলকুপা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে প্রধান আসামি করা হয়েছে শরিফুল ইসলাম শরীফ নামে একজনকে। অপর আসামি হলেন সন্ন্যাসী মণ্ডল। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বিষয়টি একটু জটিল মনে হচ্ছে। তার পরও পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী মেয়েটির বাবা বলেন, মেয়েটি তার কাছে যা বলেছে, তা খুবই কষ্টদায়ক। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের জন্য তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১২ বছর বয়সী মেয়েশিশুটির বাবা পেশায় ভাঙারি ব্যবসায়ী। ব্যবসার কারণে তিনি বাড়ির বাইরেই বেশি থাকেন। গ্রামের শরিফুল ইসলাম শরীফ ৭ মার্চ ও সন্ন্যাসী মণ্ডল ৮ মার্চ তাঁর স্ত্রীর সহায়তায় তাঁর মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা ১২ মার্চ মেয়েটি তার বাবাকে জানায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়। একপর্যায়ে মেয়েটির মা বাড়ি থেকে চলে যান। বর্তমানে তিনি নিখোঁজ।

ধর্ষণ মামলার দুই আসামিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই অভিযোগের বিষয়ে দুজনের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মণ বলেন, ঘটনাটি তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’

সম্পর্কিত নিবন্ধ