চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে আর্থিক বিপর্যয়ে পাকিস্তান
Published: 17th, March 2025 GMT
দীর্ঘ ২৯ বছর পর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে শুরুতে উচ্ছ্বাস থাকলেও শেষ পর্যন্ত এটি পরিণত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য এক বিরাট আর্থিক ক্ষতির কারণে। বিপুল ব্যয়ের পরও প্রত্যাশিত লাভ না হওয়ায় দেশটির ঘরোয়া ক্রিকেটেও নেতিবাচক প্রভাব পড়েছে, কমেছে ক্রিকেটারদের ম্যাচ ফি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সংস্কারে বিপুল অর্থ বিনিয়োগ করে পিসিবি। নির্ধারিত বাজেটের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যয় হয় এতে। ইংরেজি দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়াম সংস্কারের জন্য পিসিবি খরচ করে ১৮ বিলিয়ন পাকিস্তানি রুপি। পাশাপাশি টুর্নামেন্টের অন্যান্য প্রস্তুতির জন্য ব্যয় হয় আরও ৪০ মিলিয়ন মার্কিন ডলার। সব মিলিয়ে আয়োজনে পাকিস্তানের মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
পাকিস্তান শুরুতে এককভাবে আসরটি আয়োজনের পরিকল্পনা করলেও ভারত পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ভারতের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এতে পাকিস্তান স্বাগতিক দেশ হওয়া সত্ত্বেও ঘরের মাঠে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পায়, নিউ জিল্যান্ডের বিপক্ষে। ভারতের বিপক্ষে ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হয়। আর বাংলাদেশের বিপক্ষের ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়। ফলস্বরূপ, মাত্র চার দিনেই গ্রুপপর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান দল।
আরো পড়ুন:
‘দল যতক্ষণ জিততেছে নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না’
লারাদের হারিয়ে শিরোপা জিতল টেন্ডুলকাররা
পাকিস্তানে অনুষ্ঠিত ১০টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, যার মধ্যে দুটি ম্যাচে টসও করা সম্ভব হয়নি। এতে স্থানীয় দর্শকদের মধ্যে আগ্রহ কমে যায় এবং পরবর্তী ম্যাচগুলোতে গ্যালারি প্রায় ফাঁকা থাকে। টিকিট বিক্রি কমে যাওয়ার পাশাপাশি স্পনসররাও মুখ ফিরিয়ে নেয়, যা আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে তোলে।
স্বাগতিক দেশ হিসেবে ৯৩ মিলিয়ন ডলার ব্যয়ের বিপরীতে পিসিবি আয় করতে পেরেছে মাত্র ৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রত্যাশার তুলনায় অনেক কম। এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৫ শতাংশ। এই লোকসানের সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে।
আর্থিক সংকট সামলাতে জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ক্রিকেটারদের ম্যাচ ফি ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয় পিসিবি। আগে ক্রিকেটাররা ম্যাচ প্রতি ৪০ হাজার পাকিস্তানি রুপি পেতেন, যা কমিয়ে ১০ হাজার রুপি করা হয়েছে। ঘরোয়া লাল বলের ক্রিকেটে ম্যাচ প্রতি পারিশ্রমিকও ৪০ হাজার থেকে কমিয়ে ৩০ হাজার রুপি করা হয়েছে।
তবে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভী এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটের মান ঠিক রাখতে এবং খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করতে তিনি সংশ্লিষ্ট বিভাগকে নতুন করে পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন।
যদিও ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি কমানোর খবর প্রকাশিত হয়েছে, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বিশ্লেষকদের মতে, চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের বিপুল ব্যয় এবং লাভের তুলনায় বড় ধরনের ক্ষতির কারণে ভবিষ্যতে দেশটির ক্রিকেট প্রশাসনে আরও কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত আসতে পারে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫