উত্তর মেসিডোনিয়ার কোচানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী ফুটবলার আন্দ্রেজ লাজারভ। সোমবার (১৭ মার্চ) রাতে একটি নৈশ ক্লাবে আগুন লাগার পর ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে এগিয়ে যান এই তরুণ ফুটবলার। কিন্তু নিজেই আর ফেরেননি জীবিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন। আন্দ্রেজ লাজারভ ছিলেন উত্তর মেসিডোনিয়ার শীর্ষ লিগের ক্লাব এফসি স্কোপাইয়ের একজন মিডফিল্ডার।
লাজারভের ক্লাব স্কোপাই এক শোকবার্তায় জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের খেলোয়াড় আন্দ্রেজ লাজারভ কোচানির ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন। আগুনে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তার এই সাহসিকতা ও মানবিকতা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’

জানা গেছে, ওই রাতে কোচানির পালস ক্লাবে পারফর্ম করছিল উত্তর মেসিডোনিয়ার জনপ্রিয় হিপহপ ব্যান্ড ডিএনকে। স্থানীয় সংবাদ সংস্থা মিয়া.

এমকে জানায়, এ ঘটনায় ব্যান্ডের মূল গায়ক আন্দ্রেস জর্জিওস্কিসহ আরও কয়েকজন শিল্পী—চিত্রগ্রাহক, ড্রামার ও কি–বোর্ড বাদক আগুনে প্রাণ হারিয়েছেন।

Rest in Peace, Andrej Lazarov. ????️ pic.twitter.com/XecvDvWkef

— Football Macedonia (@MacedonianFoot_) March 16, 2025

ফুটবলে লাজারভের পথচলা শুরু জাতীয় দলের বয়সভিত্তিক দলে, উত্তর মেসিডোনিয়ার অনূর্ধ্ব–১২ দলে খেলেছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে এফসি স্কোপাইয়ে যোগ দেন। এর আগে খেলেছেন জিএফকে টিকভেশ এবং ক্রোয়েশিয়ার ক্লাব এনকে রুডেসেও।

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল র ফ টবল

এছাড়াও পড়ুন:

যাই কিছু হোক না কেন নির্বাচন এক দিনও পেছাবে না: প্রেস সচিব

যাই কিছু হোক না কেন নির্বাচন এক দিনও পেছাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন।” 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে   তিনি এসব কথা বলেন। 

প্রেস সচিব বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন—প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচন হওয়ার কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না। সুন্দর, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বিশ্বের অনেক দেশেই জাতীয় ঐকমত্য গঠনে দীর্ঘ সময় লাগে। তুলনামূলকভাবে আমাদের রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে একাধিকবার বসেছে, আলোচনা করেছে। এটা ইতিবাচক প্রবণতা। আমরা আশা করছি,  ‘জুলাই সনদ’  একটি যুগান্তকারী রাজনৈতিক দলিল হবে।” 

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে খসড়া সনদ তৈরি, যাচাই-বাছাই ও সমন্বয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছ। আজ বৈঠক চলছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ