ফুটবল মাঠে প্রায়ই দেখা যায় ব্যতিক্রমী সব ঘটনা। তবে এবার যা ঘটেছে, তা যেন বিস্ময়করই বটে। জীবিত একজন সাবেক খেলোয়াড়কে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন করেছে বুলগেরিয়ান ক্লাব আরদা কারজালি।

গত রোববার লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচের আগে সাবেক ফুটবলার পেতকো গানচেভের মৃত্যুতে শোক জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে আরদা কারজালির খেলোয়াড় ও কর্মকর্তারা। প্রতিপক্ষ দল লেভস্কির খেলোয়াড়রাও এতে অংশ নেন। এরপর শুরু হয় ম্যাচ। তবে ম্যাচ চলাকালীনই ঘটে নাটকীয় ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজেই জানান পেতকো গানচেভ—তিনি সুস্থ ও জীবিত রয়েছেন! এতে চমকে ওঠে ফুটবল মহল।

ঘটনার পরপরই বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে আরদা কারজালি। ক্লাব জানায়, ‘আরদা ম্যানেজমেন্ট সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ ও তার পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিলাম। গানচেভের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি এবং আশা করি, তিনি আমাদের সাফল্য উপভোগ করবেন।’

আরদার এই বিব্রতকর ভুলের দিন লেভস্কির বিপক্ষে ম্যাচটা তারা ড্র করেছে ১-১ গোলে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ