সিলেটে এক ঠিকাদারকে জিম্মি করে ৮৭ কোটি টাকার কাজ কবজায় নিতে চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রথম শ্রেণির একজন ঠিকাদার।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেনকে। এ ছাড়া তাহিরপুরের আনোয়ারপুর গ্রামের জেনসন দাস (২৬), সিলেট নগরের আম্বরখানা এলাকার ক্রিসটাল রোজ হোটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিশু দাস (৫০), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পারভেজ (৫৫) ও সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার জয়দেব পার্থকে (৫৫) আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়।

মামলার সংক্ষিপ্ত এজাহারে বলা হয়, শফিকুল বিভিন্ন সময় সিলেট ও সুনামগঞ্জে সড়কে কার্যাদেশ পেয়ে ঠিকাদারের কাজ করে আসছেন। গত বছরের ৩০ এপ্রিল সিলেট সড়ক জোনের প্রকাশ্যে দরপত্রে অংশ নিয়ে তিনি সর্বনিম্ন দরদাতা হিসেবে একটি কাজ পান। এ সময় আজাদ হোসেন আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক ওই কাজের অংশীদার হিসেবে রাখতে তাঁকে চাপ দেন। অন্যথায় বড় ধরনের ক্ষতি করবেন বলেও হুমকি দেন। পরে আজাদসহ বিবাদীরা শফিকুলকে সিলেট সদর আদালতে আসার জন্য বলেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, শফিকুল সরল বিশ্বাসে আদালতপাড়ায় এলে জোরপূর্বক তাঁর কাছ থেকে বিবাদীরা ভয়ভীতি দেখিয়ে পাঁচটি নন–জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যবসায়িক অংশীদার চুক্তিনামায় স্বাক্ষর করিয়ে নেন। এরপর গত বছরের ২৪ ডিসেম্বর শফিকুল চূড়ান্ত কার্যাদেশ পেয়ে ঠিকাদারির কাজ শুরু করেন। খবর পেয়ে বিবাদীরা শফিকুলের কাজের অংশের টাকা তাঁদের দিতে চাপ দেন।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আজাদ তাঁর মুঠোফোনে শফিকুলকে কল করে সিলেট নগরের আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার ক্রিস্টাল রোজ হোটেলে আসতে বলেন। শফিকুল দুপুর ১২টার দিকে সেই হোটেলে গেলে বিবাদীরা তিনটি নন–জুডিশিয়াল চুক্তিনামায় তাঁকে স্বাক্ষর করার জন্য বলেন। তিনি অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধরের পাশাপাশি অপহরণের চেষ্টা চালায়। এ সময় শফিকুলের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাঁকে উদ্ধার করেন বলে এজাহারে দাবি করা হয়। ওই সময় বিবাদীরা শফিকুলকে প্রাণে মারার হুমকি দিয়ে পালিয়ে যায় বলে উল্লেখ করা হয় এজাহারে।

অভিযোগের বিষয়ে জানতে আজাদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়। বাদী শফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জ থেকে বিশ্বম্ভরপুর সড়কের রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণে প্রায় ৮৭ কোটি টাকার একটি কাজ তিনি পেয়েছেন। ওই কাজের অংশীদার হওয়ার জন্যই আজাদ এমনটি করেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জিয়াউল হক মামলার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন মগঞ জ এল ক র নগর র

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ