“ঈদের পুরো দিন পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে। সারা দিন খাওয়া-দাওয়ার মধ্যে থাকব। ঈদ ছাড়া তো সেভাবে খাওয়ার সুযোগ হয় না। কারণ আমাদের অনেক কিছু মেইনটেইন করতে হয়। যেহেতে ছুটি থাকবে, সুতরাং ঈদের কয়েকটা দিন খাবদাব, একটু মোটা হবো।”— এভাবেই কথাগুলো বলেন আলোচিত অভিনেত্রী ফারিন খান।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান। তবে তার লক্ষ্য ছিল— রুপালি পর্দা। নিজের টার্গেট পূর্ণও করেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। একাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও ফারিন নজর কাড়েন কাজল আরেফিন অমি নির্মিত ‘ফিমেল’ নাটকের মাধ্যমে। বর্তমানে নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত ফারিন। ঈদের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী।
তবে কী ফারিন ঈদের সময়ে ডায়েট ভুলে যাবেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “হ্যাঁ, ঈদের সময়ে ডায়েট ভুলে যাই আরকি! যদিও ডায়েট আমি কমই করি। আমি জেনেটিক্যালি একটু শুকনা। সারা বছর যতটুকু ডায়েট করি, ঈদের সময়ে ততটুকুও করি না।”
ঝাল, টক, মিষ্টি— কোনটা খেতে বেশি পছন্দ করেন? এ প্রশ্নের উত্তরে ফারিন খান বলেন, “ঝাল, আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি।” ফারিনের কথা কী ঝাল নাকি মিষ্টি? তৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, “সবাই তো বলে আমি একটু ঝাল।”
ফারিন অভিনীত বেশ কটি নাটক ঈদুল ফিতরে প্রচার হবে। এ বিষয়ে তিনি বলেন, “ছোট পর্দায় কাজ করছি মাত্র এক বছর পেরিয়েছে। ঈদুল ফিতরে আমার অভিনীত ‘আজান’ নাটকটি ঈদের পরের দিন প্রচার হবে। ঈদে আমার আরো চারটি কাজ দেখতে পাবেন দর্শক। এগুলোতে মুশফিক আর ফারহান ভাইয়ের সঙ্গে করেছি। মুশফিক ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। চারটি কাজই দুর্দান্ত হয়েছে।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত