“ঈদের পুরো দিন পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে। সারা দিন খাওয়া-দাওয়ার মধ্যে থাকব। ঈদ ছাড়া তো সেভাবে খাওয়ার সুযোগ হয় না। কারণ আমাদের অনেক কিছু মেইনটেইন করতে হয়। যেহেতে ছুটি থাকবে, সুতরাং ঈদের কয়েকটা দিন খাবদাব, একটু মোটা হবো।”— এভাবেই কথাগুলো বলেন আলোচিত অভিনেত্রী ফারিন খান।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান। তবে তার লক্ষ্য ছিল— রুপালি পর্দা। নিজের টার্গেট পূর্ণও করেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। একাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও ফারিন নজর কাড়েন কাজল আরেফিন অমি নির্মিত ‘ফিমেল’ নাটকের মাধ্যমে। বর্তমানে নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত ফারিন। ঈদের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী।
তবে কী ফারিন ঈদের সময়ে ডায়েট ভুলে যাবেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “হ্যাঁ, ঈদের সময়ে ডায়েট ভুলে যাই আরকি! যদিও ডায়েট আমি কমই করি। আমি জেনেটিক্যালি একটু শুকনা। সারা বছর যতটুকু ডায়েট করি, ঈদের সময়ে ততটুকুও করি না।”
ঝাল, টক, মিষ্টি— কোনটা খেতে বেশি পছন্দ করেন? এ প্রশ্নের উত্তরে ফারিন খান বলেন, “ঝাল, আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি।” ফারিনের কথা কী ঝাল নাকি মিষ্টি? তৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, “সবাই তো বলে আমি একটু ঝাল।”
ফারিন অভিনীত বেশ কটি নাটক ঈদুল ফিতরে প্রচার হবে। এ বিষয়ে তিনি বলেন, “ছোট পর্দায় কাজ করছি মাত্র এক বছর পেরিয়েছে। ঈদুল ফিতরে আমার অভিনীত ‘আজান’ নাটকটি ঈদের পরের দিন প্রচার হবে। ঈদে আমার আরো চারটি কাজ দেখতে পাবেন দর্শক। এগুলোতে মুশফিক আর ফারহান ভাইয়ের সঙ্গে করেছি। মুশফিক ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। চারটি কাজই দুর্দান্ত হয়েছে।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫