লোহাগাড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
Published: 4th, April 2025 GMT
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের সাইরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো ফারিহা জান্নাত (৮) ও তানজীমুল হাসান (৭)। তারা একই গ্রামের নতুনপাড়া এলাকার প্রবাসী হাসান পারভেজের সন্তান। পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুদের চাচি রুমা আক্তার প্রথম আলোকে বলেন, গত বুধবার ঈদের ছুটিতে ওই দুই শিশু মা তসলিমা আক্তারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে তাদের নিয়ে মা তসলিমা পুকুরে গোসল করতে যান। শিশুরা পানিতে নেমে খেলছিল। এ সময় তাদের মা কাপড় কাচায় ব্যস্ত ছিলেন। একপর্যায়ে মায়ের অজান্তে দুই শিশু পুকুরের পানিতে ডুবে গেছে। স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণরেখার কাছে সামরিক মহড়া পাকিস্তানের
পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকায় পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে। এতে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে দেশটির বিভিন্ন ইউনিটে সেনা ও কর্মকর্তারা অংশ নেন। ইসলামাবাদ-নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মহড়া চালাল পাকিস্তান।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মহড়ায় লাইভ ফায়ার বা সরাসরি গুলি চালানোর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় জবাব দেওয়ার উদ্দেশ্যে এই মহড়া চালানো হয়।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলামে অবস্থিত টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) পাকিস্তান সেনাবাহিনীর মাঙ্গলা স্ট্রাইক কোর মহড়াটির আয়োজন করে।
আরও পড়ুনভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা২ ঘণ্টা আগেপাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা দাবি করেছেন, মহড়ার আগের দিন বুধবার কিয়ানি ও মান্ডাল সেক্টরে বিনা উসকানিতে ভারতের পক্ষ থেকে ছোট অস্ত্রের গুলি চালানো হয়। এর জবাবে তাঁরা ভারতের একটি তল্লাশিচৌকি ধ্বংস করে দিয়েছেন।
ভারতের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স আজ জানিয়েছে, গতকাল বুধবার রাতেও এলওসিতে পাকিস্তানের নিরাপত্তার বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছেন। তাঁরা এর জবাব দিয়েছেন। এ নিয়ে এলওসিতে সাত দিন গোলাগুলি হলো।
আরও পড়ুন‘বাচ্চাটি যাবে না, ম্যাডাম’: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের সন্তানের সঙ্গে মায়ের বিচ্ছেদ৬ ঘণ্টা আগে২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এর পর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল দুজনকে ফোন করেন তিনি। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুবিও।
আরও পড়ুনকাশ্মীরে হামলাকারীদের বিচারের মুখোমুখি হতেই হবে: এস জয়শঙ্কর৮ ঘণ্টা আগে