ঢাবিতে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাসের প্রস্তুতি সভা
Published: 10th, April 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে ‘উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইউনিডো এবং প্রাণ আরএফএল গ্রুপ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মো.
আরো পড়ুন:
ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নাম লেখাতে আমরা প্রস্তুত: অধ্যাপক মোর্শেদ
নিরাপত্তা উপদেষ্টার নিয়োগ বাতিলের দাবি বিপ্লবী পরিষদের
আগামী ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মশালা এবং সনদ প্রদান করা হবে। এছাড়া আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাপনী এবং ক্যাম্পাস সক্রিয়করণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের অ্যাম্বাসেডর উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন পর ব শ
এছাড়াও পড়ুন:
ট্রাম্প দেশে ফেরার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন: দ্য টাইমসের প্রতিবেদন
যুক্তরাজ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরলে সপ্তাহান্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ব্রিটেন। তবে ট্রাম্প এ সিদ্ধান্তের বিরোধী।
ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনগাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত প্রতিবেদন১৬ সেপ্টেম্বর ২০২৫রয়টার্সের বরাতে জানা গেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জুলাই মাসে সতর্ক করেছিলেন যে যদি ইসরায়েল গাজার মানুষের দুর্দশা কমানোর পদক্ষেপ না নেয় এবং প্রায় দুই বছর ধরে সেখানে চালিয়ে আসা হামলা বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে না পারে, তবে ব্রিটেন ওই পদক্ষেপ নেবে।
আরও পড়ুনফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে: মাখোঁ০৯ এপ্রিল ২০২৫দ্য টাইমস তাদের সূত্র উল্লেখ না করে জানিয়েছে, ট্রাম্প তাঁর সফর শেষ করে আজ দেশে ফিরবেন। তাঁর দেশে ফেরার পর ব্রিটেন ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। এ বিষয়ে রয়টার্স মন্তব্য করার অনুরোধ জানালেও ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
আরও পড়ুনফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে ২২১ আইনপ্রণেতার চিঠি২৬ জুলাই ২০২৫আরও পড়ুনফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গও১৭ সেপ্টেম্বর ২০২৫