বাদ দেওয়া ঘনিষ্ঠ দৃশ্য কিনতে ৬ কোটি টাকার প্রস্তাব
Published: 12th, April 2025 GMT
এইচবিওর বহুল চর্চিত সিরিজ ‘দ্য হোয়াই লোটাস’। গত সপ্তাহেই শেষ হয়েছে সিরিজটির তৃতীয় মৌসুমের প্রচার। সিরিজটি বরাবরই আলোচিত-সমালোচিত এতে থাকা ঘনিষ্ঠ দৃশ্যের জন্য। বিভিন্ন সূত্রে জানা গেছে, শুটিংয়ের পরও তৃতীয় মৌসুমের অনেকগুলো ঘনিষ্ঠ দৃশ্য প্রচার করেনি এইচবিও। এবার একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট এইচবিওকে মুছে ফেলে এসব ঘনিষ্ঠ দৃশ্য তাদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে। এ জন্য ওয়েবসাইটটি ৫ লাখ ডলার বা ৬ কোটি টাকার বেশি দিতেও রাজি। খবর মেনস জার্নালের
‘দ্য হোয়াইট লোটাস’ সারা দুনিয়াজুড়েই তরুণদের অন্যতম পছন্দের সিরিজ। আগের দুই মৌসুমের মতো এ মৌসুমও ভক্ত-দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই সিরিজের পাত্র–পাত্রীরও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে চর্চিত।
‘দ্য হোয়াইট লোটাস’-এ এমি লু উড। ছবি: আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঘন ষ ঠ দ শ য
এছাড়াও পড়ুন:
বাংলাদেশি দর্শকের জন্য ‘এইচবিও ম্যাক্স’
বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪ দেশে এইচবিও ম্যাক্স চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি।
আগামী ১৫ অক্টোবর থেকে দর্শকেরা দেখতে পাবেন এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে দর্শকেরা উপভোগ করতে পারবেন ‘হ্যারি পটার’, ‘হাউস অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’, ‘আ মাইনক্রাফট মুভি’, ‘সুপারম্যান’সহ এইচবিও ও ম্যাক্স অরিজিনালস এবং ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সব কনটেন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুনকোন সিনেমায় জুটি হলেন সেই দীঘি ও এইচবিও সিরিজের সুদীপ০৭ আগস্ট ২০২৩ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং ও গেমসের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জেবি পেরেট বলেন, ‘এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে সেবা উন্মোচনের ধারাবাহিকতায় এইচবিও ম্যাক্সের বিশ্বজুড়ে আরও বেশি গ্রাহকদের জন্য অনন্য বিনোদন অভিজ্ঞতা নিশ্চিতে বৈশ্বিকভাবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে।’
জেবি পেরেট বলেন, বছরের শেষ নাগাদ ১০০টির বেশি দেশে এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা উপভোগ করা যাবে এবং ২০২৬ সালে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যেও সেবা উন্মোচন করা হবে।
এইচবিও ম্যাক্সে এইচবিওর কনটেন্ট, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস ও হলিউডের জনপ্রিয় সব সিনেমা রয়েছে। সঙ্গে আরও থাকছে ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি* এবং এইচজিটিভির নির্বাচিত কনটেন্ট।
বাংলাদেশের দর্শকের জন্য এইচবিও ম্যাক্স উন্মোচনের কিছুদিন পরেই এইচবিওর নতুন অরিজিনাল সিরিজ ‘ইট: ওয়েলকাম টু ডেরি’।