হত্যার ভয় দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ
Published: 12th, April 2025 GMT
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এসএসসি (দাখিল) পরীক্ষার্থীকে হত্যার ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়া সদর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দুই ভুক্তভোগীকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন এসএসসি পরীক্ষার্থী জানায়, শুক্রবার রাত ১১টার দিকে লেখাপড়ার এক পর্যায়ে সে শৌচাগারে যায়। এ সময় ওমর কাজী নামে এক যুবক গামছা দিয়ে তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। দূরে নিয়ে ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী বাড়ি ফিরে অচেতন হয়ে পড়ে। তাকে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর ভাই ও মা বলেন, ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশের পরামর্শে ভোলার হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে বোরহানউদ্দিন থানায় মামলা করবেন।
থানার ওসি আহসান কবির জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি।
এদিকে শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে পাঁচ বছরের শিশুকে চিপস দেওয়ার কথা বলে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ভোলা থানার পরিদর্শক (তদন্ত) শংকর তালুকদারসহ পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে।
চিকিৎসক তায়েবুর রহমান জানান, দুই ভুক্তভোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। দু’জনই শঙ্কামুক্ত।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গাবতলী এলাকায় কোলের শিশুকে জিম্মি করে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে প্রায় এক মাস ধরে দফায় দফায় ধর্ষণ করে বখাটেরা। সর্বশেষ ৯ এপ্রিল ধর্ষণে অসুস্থ হয়ে পড়েন ওই নারী। ঘটনাটি তিনি স্বামীকে জানান এবং শুক্রবার ফতুল্লা থানায় মামলা করেন।
ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, রমজান মাস শুরুর কয়েক দিন আগে তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিঙ্ক রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় ইসদাইর বটতলা এলাকার সজিব ওরফে বদনা সজিব, গাবতলী মাজার এলাকার রাকিব ওরফে মাইন, নয়ন, নজরুলসহ পাঁচজন তাঁকে ধরে নিয়ে যায়। শিশুকে জিম্মি করে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে তারা এবং ভিডিও ধারণ করে।
ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানান, রাকিব নামে এক বখাটে ওই গৃহবধূকে অন্যদের সহযোগিতায় ধর্ষণ করেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
অন্যদিকে, কাজ শেষে বাড়ি ফেরার পথে ১ এপ্রিল বন্দরে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শুক্রবার বন্দর থানায় টিপু সুলতান, সজিব হোসেন ও অজ্ঞাতনামা দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর পলাশ উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আশিক দেওয়ান শান্ত নামে এক তরুণকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, শুক্রবার চরসিন্দুর এলাকায় ওই কিশোরীকে ঘুরতে নিয়ে যায় আশিক। পরে রাতে চরসিন্দুরের চলনা গ্রামে নানির বাড়িতে নিয়ে ওই তরুণ ও তার এক বন্ধু মেয়েটিকে ধর্ষণ করে। কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশ থানার ওসি মনির হোসেন জানান, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দেওয়ার পর শনিবার বিকেলে হাসপাতাল থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। তার বন্ধুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে নরসিংদীর রায়পুরায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সচেতন নাগরিক সমাজ।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাক্প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি পরিতোষ চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব-১৩-এর একটি দল। পরিতোষের বাড়ি ফুলবাড়ীর এলুয়াড়ী ইউনিয়নের মালিপাড়া গ্রামে। এর আগে ২১ মার্চ ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার রুহুল আমীন (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ৮ এপ্রিল রাতে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করে রুহুল আমীন। এ ঘটনায় শুক্রবার থানায় মামলা হলে ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ হবধ গ র প ত র কর র ভয় দ খ য় শ ক রব র উপজ ল য় র উপজ ল পর ক ষ ঘটন য় এ ঘটন
এছাড়াও পড়ুন:
এসএসসি পরীক্ষা-২০২৫: ভূগোল ও পরিবেশ বিষয়ে বেশি নম্বর পাওয়ার টিপস
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা হবে আগামীকাল বুধবার। এখন তোমাদের জন্য থাকছে কীভাবে পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিষয়ে খুব ভালো নম্বর তোলা যায়, তার টিপস।
সময় ও নম্বর বিভাজনপরীক্ষায় বহুনির্বাচনি অংশে ৩০টি প্রশ্ন থেকে সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ১x৩০ অর্থাৎ ৩০ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে ১ নম্বর করে।
আর সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ১১টি। ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৭x১০ অর্থাৎ ৭০ নম্বর।
পাঠ্যবইকে গুরুত্ব দাওএবার পুরো সিলেবাসের ওপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। ভূগোল ও পরিবেশ বিষয় কিন্তু অনেক তথ্যভিত্তিক, সিলেবাসও বেশ বড়। মনোযোগ দিয়ে বুঝে পড়লেই ভালো নম্বর পাওয়া সম্ভব। সঠিক প্রস্তুতিই তোমাকে সৃজনশীল প্রশ্ন সহজে বুঝতে এবং বহুনির্বাচনি অংশে অধিক নম্বর তুলতে সহায়তা করবে।
বহুনির্বাচনি অংশবহুনির্বাচনিতে ভালো করতে নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালোভাবে রিভিশন দেবে। প্রতিটি অধ্যায়ে অনেক নাম, উচ্চতা, উৎপত্তি স্থান, অক্ষাংশ-দ্রাঘিমাংশসহ বিভিন্ন বিষয়ে মনে রাখতে হবে। শিলা, বায়ুপ্রবাহ, বায়ু অধ্যায়ের বহুনির্বাচনিতে ভালো করলেই সহজে বেশি নম্বর উঠবে। বহুনির্বাচনি অংশে প্রশ্নের উত্তর তোমাকে খুব বুঝে করতে হবে। এটাই তোমার জিপিএ বাড়াতে সহায়তা করবে।
আরও পড়ুনঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসিতে প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের ১১টি নির্দেশনা২৬ এপ্রিল ২০২৫সৃজনশীল অংশসৃজনশীল অংশের প্রশ্নের উত্তর চার ধাপে সঠিক পদ্ধতি অনুসরণ করে লিখবে। প্রতিটি প্রশ্ন জ্ঞানমূলক, অনুধাবন মূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা অংশে ভাগ থাকবে। তবে উত্তর লেখার সময় মাথায় রাখবে যাতে নির্দিষ্ট সময়ের লেখা শেষ হয়। উত্তরে কোনো ধরনের অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।
সময়কে কাজে লাগাওসময়কে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়। পরীক্ষার আগে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, রিভিশন দাও, দেখবে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।
আরও পড়ুনইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ১ ঘণ্টা আগেআঁকাগুলো অভ্যাস করোভূগোল ও পরিবেশের ক্ষেত্রে ছবি আঁকার একটা ব্যাপার থাকে। অনেক সময় ছবির কথা বলা হয় না, কিন্তু তোমাকে বুদ্ধি করে ছবিটা আঁকতে হবে। এতে তোমার নম্বর বাড়বে। তাই বাড়িতে ছবিগুলো ঘড়ি ধরে সুন্দর করে আঁকতে চেষ্টা করো। এটা তোমাকে পরীক্ষায় বেশি নম্বর তুলতে সহায়তা করবে।
রিভিশন দাওলেখা শেষে অবশ্যই পুরো খাতা ভালো করে রিভিশন দেবে। রিভিশন দিলেই চোখে পড়বে পরীক্ষার খাতায় কোনো ভুল আছে কি না। আর ভুল থাকলে তা সহজেই ঠিক করতে পারবে। তাই রিভিশনের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ।
লেখক: মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২১ ঘণ্টা আগেআরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫