পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে উপজেলা যুবদলের দুই পক্ষের সংঘর্ষে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি ঘটনায় পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার দাশুড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিএনপি নেতার নাম মনিরুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার নওদাপাড়া গ্রামের আবুল কালাম প্রামানিকের ছেলে এবং উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিকু প্রামানিকের বড় ভাই ও দাশুড়িয়া ট্রাফিক মোড় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামানিক দাশুড়িয়া মোড়ে অটোরিকশা থেকে চাঁদা আদায় করেন। এতে বাধা দেন দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব বিপুল মোল্লা। এতে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা চলছিল।

বিষয়টি নিয়ে আজ সালিস বৈঠকের কথা ছিল। এর মধ্যেই বেলা দুইটার দিকে রকু প্রামানিক লোকজন নিয়ে অটোরিকশাস্ট্যান্ডে এসে হামলা চালান। এ সময় মনিরুল ইসলামকে সামনে পেয়ে মারধর করা হয়। এ সময় কয়েকটি গুলির ঘটনা ঘটে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে মনিরুল আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব বিপুল মোল্লা বলেন, ‘দুই পক্ষই অটোরিকশাস্ট্যান্ড দখলের চেষ্টা করছিল। এতে বাধা দেওয়াতেই মারধর ও গুলির ঘটনা ঘটে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

অভিযুক্ত যুবদল নেতা রিকু প্রামানিক ও বিপুল মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। তাঁদের ব্যবহৃত মুঠোফোনের সংযোগ বন্ধ। তবে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, ‘গত পরশু লেগুনা আর সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে ঝামেলা হয়েছিল। বিষয়টি নিয়েই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঝামেলা মীমাংসা করে দেওয়া হয়েছে। বিষয়টি জানা নেই। ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে ঝামেলা কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে চালকদের দুই পক্ষে ঝামেলা ছিল। সেটার মীমাংসা করতে গিয়ে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ট য ন ড দখল য বদল র ব এনপ র মন র ল ব ষয়ট র ঘটন উপজ ল

এছাড়াও পড়ুন:

পৃথিবীর দিকে ধেয়ে আসা ভিনগ্রহের বস্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইলন মাস্ক

গত জুলাই মাসে শনাক্ত হওয়া রহস্যময় ‘৩আই/অ্যাটলাস’ নামের আন্তনাক্ষত্রিক বস্তুর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আমাদের সৌরজগতের মধ্যে থাকা বস্তুটি এমন আচরণ করছে, যা বিজ্ঞানীরা আগে কখনো দেখেননি। কারও ধারণা এটি ধূমকেতু, আবার কারও মতে ভিনগ্রহ থেকে আসা মহাকাশযান। উৎস ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী অভি লোব অভিযোগ করেছেন, নাসা বস্তুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। বিশাল আকারের অতিদ্রুতগামী মহাজাগতিক বস্তুটি অস্বাভাবিক রাসায়নিক উপাদান নিঃসরণ করছে, যা বিজ্ঞানের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। অনেকের ধারণা, ৩আই/অ্যাটলাস কোনো কৃত্রিম উৎস থেকে তৈরি হতে পারে। এবার এই বিতর্কে নাম লিখিয়েছেন মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

জনপ্রিয় মার্কিন পডকাস্ট দ্য জো রোগান এক্সপেরিয়েন্সে ইলন মাস্ক ৩আই/অ্যাটলাস নামের আন্তনাক্ষত্রিক বস্তু সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছেন। বস্তুটি কোনো ভিনগ্রহের মহাকাশযান হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেন, ‘আপনি যদি এটিকে সম্পূর্ণ নিকেল দিয়ে তৈরি করেন, তবে তা হবে একটি অত্যন্ত ভারী মহাকাশযান। এটি এমন একটি যান হতে পারে, যা একটি মহাদেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার চেয়েও খারাপ কিছু ঘটাতে পারে। যদি আমি ভিনগ্রহের কোনো প্রমাণ সম্পর্কে জানতে পারি, তাহলে কথা দিচ্ছি আপনার অনুষ্ঠানে আসব। আর এখানেই তা প্রকাশ করব।’

অভি লোবের দাবি, আন্তনাক্ষত্রিক বস্তুটি পৃথিবীর ওপর নজরদারি করতে পাঠানো ভিনগ্রহের কোনো মহাকাশযান হতে পারে। অস্বাভাবিক লেজযুক্ত বস্তুটি প্রতি সেকেন্ডে চার গ্রাম নিকেল নিঃসরণ করছে; যদিও সেখানে কোনো লোহার উপস্থিতি নেই। ধূমকেতুর ক্ষেত্রে এমন আচরণ আগে দেখা যায়নি।

জো রোগান তাঁর আলোচনায় ধূমকেতুর রহস্যময় বৈশিষ্ট্যের ওপর জোর দেন। ধূমকেতুর গ্যাসের মেঘে নিকেলের উপস্থিতি উল্লেখ করেন। এই ধাতু পৃথিবীতে প্রধানত শিল্পক্ষেত্রে ব্যবহৃত সংকর ধাতুতে পাওয়া যায়। অন্যদিকে ইলন মাস্ক নিকেলের উপস্থিতির একটি পার্থিব ব্যাখ্যা দেন। তিনি বলেন, অনেক ধূমকেতু ও গ্রহাণু প্রাথমিকভাবে নিকেল দিয়ে তৈরি। পৃথিবীতে যেখানে নিকেলখনি দেখা যায়, সেখানে আসলে অতীতে নিকেলসমৃদ্ধ কোনো গ্রহাণু বা ধূমকেতু আঘাত করেছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ