আরও ৭ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগ নেতাদের নাম বাদ
Published: 16th, April 2025 GMT
দেশের আরও সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। অন্য দুই আওয়ামী লীগের নেতা হলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু। সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটি থেকে শেখ ফজলুল হক মণি ও ৫টি থেকে নজরুল ইসলাম বাবুর নাম বাদ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনকানাডা ইমিগ্রেশনে নতুন দিগন্ত: ফ্রেঞ্চ ভাষা জানলেই মিলছে বাড়তি সুযোগ৩ ঘণ্টা আগেপ্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তনের নীতিমালা-২০২৩ অনুযায়ী স্কুলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। এগুলো হলো গোপালগঞ্জ সদর উপজেলার ‘১৭৫ নম্বর হাতিকাটা শেখ মণি জ্ঞানেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়’–এর নাম ‘১৭৫ নম্বর জ্ঞানেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়’, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ‘নোয়াদ্দা নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়’–এর নাম ‘নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়’, একই উপজেলার ‘চরলক্ষ্মীপুর নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়’–এর নাম ‘চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’, একই উপজেলার ‘পিরদা চৌধুরীপাড়া আলফাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়’–এর নাম ‘পিরদা চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’, একই উপজেলার ‘পাল্লা আলফাজ নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়’–এর নাম ‘পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়’, দক্ষিণ বালিয়াপাড়া ‘নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়’–এর নাম ‘দক্ষিণ বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে। আর কিশোরগঞ্জের সদর উপজেলার ‘বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়’–এর নাম ‘বত্রিশ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে। এ স্কুলের নাম গত ২৬ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে ‘বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হলেও তা বাতিল করা হয়েছে।
এর আগে কয়েক দফায় ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নজর ল ইসল ম ব ব উপজ ল র এর ন ম আওয় ম সরক র
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।