অভিনয় ছাড়ার ইঙ্গিত দিলেন অস্কারজয়ী অভিনেত্রী
Published: 16th, April 2025 GMT
অভিনয় ছেড়ে অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট। রেডিও টাইমসের বরাত দিয়ে ১৫ এপ্রিল খবরটি জানিয়েছে দ্যা গার্ডিয়ান।
সাক্ষাৎকারে ব্ল্যানচেট বলেন, ‘আমি যখনই বলি অভিনয় ছেড়ে দেবো, তখন আমার পরিবারের লোকজন তা বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে সিরিয়াস। এটি ছাড়াও জীবনে আমি অনেক কিছু করতে চাই।’
এছাড়া বর্তমানে তার তিনটি চলচ্চিত্রের প্রযোজনা চলছে। সেগুলো হলো জিম জারমুশের ‘ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার’ (এই বছরের শেষের দিকে মুক্তি পাবে), সায়েন্স ফিকশন কমেডি ‘আলফা গ্যাং’ এবং বেন স্টিলারের ‘দ্য চ্যাম্পিয়নস’।
অভিনয়ের জন্য অসংখ্য পুরষ্কার জিতেছেন এই অভিনেত্রী। যার মধ্যে রয়েছে দুইটি অস্কার জয়। বর্তমানে এই অভিনেত্রী জাতিসংঘের হয়ে কাজ করেন, একটি অত্যন্ত সমৃদ্ধ প্রযোজনা সংস্থা পরিচালনা করছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত র
এছাড়াও পড়ুন:
জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া
বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া
ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!”
জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।”
কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”
ঢাকা/রাহাত/শান্ত