ভাবনা শুরু ১২ বছর আগে, অবশেষে এলো মেঘদলের সেই গান
Published: 21st, April 2025 GMT
মেঘদল ব্যান্ডের সদস্যরা কয়েক বছর আগে ঘোষণা দিয়েছিলেন তাদের নতুন অ্যালবাম প্রকাশের; যার নাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’। সেই ঘোষণা অনুযায়ী, পূর্ণাঙ্গ অ্যালবাম না এলেও নতুন গান প্রকাশ করে যাচ্ছেন তারা।
এবার এই ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হলো ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের সপ্তম গান। শিরোনাম ‘গোলাপের নাম’।
এর কথা লেখার পাশাপাশি সুর করছেন ব্যান্ডের কণ্ঠশিল্পী শিবু কুমার শীল। তাঁর সঙ্গে সম্মিলিতভাবে গানের সংগীতায়োজন করেছেন ব্যান্ড লাইন আপের বাকি ছয় সদস্য মেজবাউর রহমান সুমন [গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী], রাশিদ শরীফ শোয়েব [লিড গিটারিস্ট ও কণ্ঠশিল্পী], এমজি কিবরিয়া [বেজ গিটারিস্ট], তানভির দাউদ রনি [কি-বোর্ডিস্ট], সৌরভ সরকার [বাঁশি, ক্ল্যারিওনেট ও স্যাক্সোফোন বাদক] ও আমজাদ হোসেন [ড্রামার]।
মেঘদল সদস্যরা জানান, এই গানটি নিয়ে ভাবনার শুরু প্রায় ১২ বছর আগে। এর পর গীতিকথা লেখা থেকে সুর ও সংগীতায়োজন নিয়ে অনেকে কাটাছেঁড়ার পর গানটি তৈরি হয়েছে। এটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন মেঘদল সদস্যরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম ঘদল ম ঘদল ব য ন ড সদস য
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি