শুরুটা পশ্চিমবঙ্গের ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে। এরপর নাটকে অভিনয় দিয়ে দর্শকের মনোযোগ কেড়েছেন তিনি। প্রথমে কমেডি শুনিয়ে মানুষের মন জয় করলেও এখন মন জয় করছেন দুর্দান্ত সব অভিনয় দিয়ে। ওয়েবেও দেখিয়েছেন অভিনয়ের মুনশিয়ানা। বলা হচ্ছে, সাইদুর রহমান পাভেলের কথা। 

 নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। কিন্তু গণমানুষের কাছে পৌঁছতে পারছিলেন না। এরপর কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। তাঁর প্রায় দশ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক দেখেছেন দর্শক। কাজল আরেফিন অমির সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ তাঁকে অন্যরকম পরিচিতি পাইয়ে দিয়েছে। ওই সিরিয়ালে জাকির চরিত্রটি তাঁর জীবনের গ্রাফ বদলে দেয়। তাঁকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। 

ক্যারিয়ারের শুরুর দিনগুলোর প্রসঙ্গে পাভেল বলেন, ‘২০১৫-১৬ সালে মীরাক্কেলের সেই সিজনে ফেসবুক ভোটে প্রথম হয়েছিলাম। চূড়ান্ত রায়ে হয়েছি দ্বিতীয় রানারআপ। পরে দেশে ফিরে বিভিন্ন স্টেজ শো করেছি। নাটকে টুকটাক কাজ করে যাচ্ছিলাম। সেই কাজগুলো দর্শকের মধ্যে ছড়াচ্ছিল না। মীরাক্কেল প্রচারের পর যেভাবে মাতামাতি হতো, দেশকে রিপ্রেজেন্ট করছি বলে গর্ব করা হতো, সেটি ছিল মুখে মুখে। যারা গর্ব করত, দেশে ফেরার পর তাদের অনেকের কাজ থেকে সহযোগিতা পাইনি। তবে কখনও হতাশ হয়নি। এটি জানি লেগে থাকলে সাফল্য আসবে। এখন আমার ফোকাস অভিনয়ে। আমি অভিনেতা হিসেবে বাকি জীবন কাটাতে চাই। এমন কিছু কাজ রেখে যেতে চাই যা দর্শক মন ছুঁতে পারে।’ 

এ সময়ের জনপ্রিয় একটি নাটক হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। সেই নাটকের প্রতিটি চরিত্রের মতো আলোচিত একটি চরিত্র হচ্ছে ‘বজরা বাজারের জাকির’। এখন অনেকেই তাঁকে পাভেল নয়, জাকির নামেই বেশি চেনে। বিষয়টি বেশ উপভোগও করছেন তিনি। দীর্ঘ আড়াই বছর পর সিরিয়ালটি আবারও প্রচারে আসছে। এবারের কাজটি নিয়েও আশাবাদী তিনি। এ প্রসঙ্গে পাভেল বলেন, ‘‘শুরুতে সবাই আমাকে মিরাক্কেলের পাভেল নামে চিনত। এখন বলে, বজরা বাজারের জাকির। আবার অনেকে উনিশ-বিশ জাকিরও বলে। এটি শুনতে ভালোই লাগে।  জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। আমাকে আলোচনায় এনে দিয়েছে ‘জাকির’। রাস্তায় আমাকে জাকির চরিত্রের নাম ধরে মানুষজন যখন ডাকে তখন অন্যরকম ভালোলাগা ছুঁয়ে যায়। আবারও এর শুটিং শুরু করেছি। আগের মতো এবারও সাড়া পাবো বলে আশা করছি।’’

কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। কাজটি গত ঈদে প্রকাশ হয়েছে। এছাড়া সম্প্রতি বঙ্গ অরিজিনালে এসেছে তাঁর অভিনীত কাজ ‘সেলুন-টু’। কাজ দুটি নিয়ে বেশ সাড়া পাচ্ছেন তিনি।  অভিনয় নিয়ে আগামীর ইচ্ছার কথাও জানান এ অভিনেতা। হতে চান ক্যারেক্টার ভিলেন। গল্পের গল্প হতে চান। বলছিলেন, খুব ইচ্ছা ভিলেন হওয়ার। হিরো সবাই হতে চায়, আমি চাই ভিলেন হতে। কারও মতো ভিলেন হওয়ার ইচ্ছা আমার নেই। নিজের মতো করে অভিনয়টা করতে চাই। পাভেলের ইচ্ছে, নিজেকে ভাঙার মতো চরিত্র পেলে বাণিজ্যিক চলচ্চিত্রেও কাজ করবেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত

এছাড়াও পড়ুন:

চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।

আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।

আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।

সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
  • অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
  • প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
  • চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর