হিরো সবাই হতে চায়, আমি চাই ভিলেন হতে: পাভেল
Published: 24th, April 2025 GMT
শুরুটা পশ্চিমবঙ্গের ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে। এরপর নাটকে অভিনয় দিয়ে দর্শকের মনোযোগ কেড়েছেন তিনি। প্রথমে কমেডি শুনিয়ে মানুষের মন জয় করলেও এখন মন জয় করছেন দুর্দান্ত সব অভিনয় দিয়ে। ওয়েবেও দেখিয়েছেন অভিনয়ের মুনশিয়ানা। বলা হচ্ছে, সাইদুর রহমান পাভেলের কথা।
নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। কিন্তু গণমানুষের কাছে পৌঁছতে পারছিলেন না। এরপর কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। তাঁর প্রায় দশ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক দেখেছেন দর্শক। কাজল আরেফিন অমির সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ তাঁকে অন্যরকম পরিচিতি পাইয়ে দিয়েছে। ওই সিরিয়ালে জাকির চরিত্রটি তাঁর জীবনের গ্রাফ বদলে দেয়। তাঁকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর প্রসঙ্গে পাভেল বলেন, ‘২০১৫-১৬ সালে মীরাক্কেলের সেই সিজনে ফেসবুক ভোটে প্রথম হয়েছিলাম। চূড়ান্ত রায়ে হয়েছি দ্বিতীয় রানারআপ। পরে দেশে ফিরে বিভিন্ন স্টেজ শো করেছি। নাটকে টুকটাক কাজ করে যাচ্ছিলাম। সেই কাজগুলো দর্শকের মধ্যে ছড়াচ্ছিল না। মীরাক্কেল প্রচারের পর যেভাবে মাতামাতি হতো, দেশকে রিপ্রেজেন্ট করছি বলে গর্ব করা হতো, সেটি ছিল মুখে মুখে। যারা গর্ব করত, দেশে ফেরার পর তাদের অনেকের কাজ থেকে সহযোগিতা পাইনি। তবে কখনও হতাশ হয়নি। এটি জানি লেগে থাকলে সাফল্য আসবে। এখন আমার ফোকাস অভিনয়ে। আমি অভিনেতা হিসেবে বাকি জীবন কাটাতে চাই। এমন কিছু কাজ রেখে যেতে চাই যা দর্শক মন ছুঁতে পারে।’
এ সময়ের জনপ্রিয় একটি নাটক হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। সেই নাটকের প্রতিটি চরিত্রের মতো আলোচিত একটি চরিত্র হচ্ছে ‘বজরা বাজারের জাকির’। এখন অনেকেই তাঁকে পাভেল নয়, জাকির নামেই বেশি চেনে। বিষয়টি বেশ উপভোগও করছেন তিনি। দীর্ঘ আড়াই বছর পর সিরিয়ালটি আবারও প্রচারে আসছে। এবারের কাজটি নিয়েও আশাবাদী তিনি। এ প্রসঙ্গে পাভেল বলেন, ‘‘শুরুতে সবাই আমাকে মিরাক্কেলের পাভেল নামে চিনত। এখন বলে, বজরা বাজারের জাকির। আবার অনেকে উনিশ-বিশ জাকিরও বলে। এটি শুনতে ভালোই লাগে। জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। আমাকে আলোচনায় এনে দিয়েছে ‘জাকির’। রাস্তায় আমাকে জাকির চরিত্রের নাম ধরে মানুষজন যখন ডাকে তখন অন্যরকম ভালোলাগা ছুঁয়ে যায়। আবারও এর শুটিং শুরু করেছি। আগের মতো এবারও সাড়া পাবো বলে আশা করছি।’’
কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। কাজটি গত ঈদে প্রকাশ হয়েছে। এছাড়া সম্প্রতি বঙ্গ অরিজিনালে এসেছে তাঁর অভিনীত কাজ ‘সেলুন-টু’। কাজ দুটি নিয়ে বেশ সাড়া পাচ্ছেন তিনি। অভিনয় নিয়ে আগামীর ইচ্ছার কথাও জানান এ অভিনেতা। হতে চান ক্যারেক্টার ভিলেন। গল্পের গল্প হতে চান। বলছিলেন, খুব ইচ্ছা ভিলেন হওয়ার। হিরো সবাই হতে চায়, আমি চাই ভিলেন হতে। কারও মতো ভিলেন হওয়ার ইচ্ছা আমার নেই। নিজের মতো করে অভিনয়টা করতে চাই। পাভেলের ইচ্ছে, নিজেকে ভাঙার মতো চরিত্র পেলে বাণিজ্যিক চলচ্চিত্রেও কাজ করবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত
এছাড়াও পড়ুন:
ভাড়া বাসায় একা থাকতেন বৃদ্ধা, তার অর্ধগলিত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ কবরস্থান পাড়ায় বাসা থেকে গুলশান আরা চমন (৬৫) নামে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি ঝিনাইদহের শৈলকুপার উপজেলার দামুদহ গ্রামের মৃত আবুক কাশেমের স্ত্রী।
আজ সোমবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার
গাজীপুরে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল লাশ
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শয়ন কক্ষের মেঝে থেকে গুলশান আরা চমনের লাশ উদ্ধার করা হয়। ঘরের ভেতর থেকে দরজা লাগনো ছিল। চমন হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বাড়ির মালিকের স্ত্রী রেহেনা খাতুন বলেন, ‘‘দীর্ঘ সাত বছর বাসা ভাড়া নিয়ে চমন একাই বসবাস করছিলেন। তিন মাস আগে তিনি স্ট্রোক করলে তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে পরামর্শ দেওয়া, ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে। যেন প্রয়োজনে সাহায্য করতে যায়। কিন্তু উনি দরজা দিয়ে ঘুমাতেন।’’
বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তিনি পুলিশে খবর দেন।
গুলশান আরা চমনের ছোট বোন খুশি বলেন, ‘‘গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চমনকে সঙ্গে নিয়ে বাজার করে তাকে বাড়ি রেখে যাই। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।’’
ঢাকা/মামুন/বকুল