খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবি পূরণ হওয়ায় ক্যাম্পাসে বিজয় মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে নেচেগেয়ে উল্লাস প্রকাশের পর কয়েক শ শিক্ষার্থী এই মিছিলে অংশ নেন।

মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শুরুর আগে ব্যাটারিচালিত ইজিবাইকে করে মাইক নিয়ে বিভিন্ন হল ঘুরে শিক্ষার্থীদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বিকেল চারটা নাগাদ বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে জড়ো হন। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড। কারও কারও হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়।

মিছিল শুরুর আগে একজন শিক্ষার্থী মাইকে ঘোষণা করেন, শিক্ষকদের নামে কোনো আপত্তিকর স্লোগান দেওয়া হবে না। এই মিছিলের একটি ইতিবাচক বার্তা পৌঁছানোর বিষয়েও তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

বিকেল পাঁচটার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, কুয়েটিয়ান কুয়েটিয়ান’, ‘বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার সোনার বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘জিতেছে রে জিতেছে, ছাত্রসমাজ জিতেছে’, ‘রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই কুয়েটে হবে না’, ‘পালাইছে রে পালাইছে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, দালালের গতিতে আগুন জ্বালো একসাথে’, ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বলে একসাথে’ এসব স্লোগান দেন।

কুয়েটের উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা শোনার পর শিক্ষার্থীদের উল্লাস। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৪ এপ্রিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ