খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবি পূরণ হওয়ায় ক্যাম্পাসে বিজয় মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে নেচেগেয়ে উল্লাস প্রকাশের পর কয়েক শ শিক্ষার্থী এই মিছিলে অংশ নেন।

মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শুরুর আগে ব্যাটারিচালিত ইজিবাইকে করে মাইক নিয়ে বিভিন্ন হল ঘুরে শিক্ষার্থীদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বিকেল চারটা নাগাদ বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে জড়ো হন। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড। কারও কারও হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়।

মিছিল শুরুর আগে একজন শিক্ষার্থী মাইকে ঘোষণা করেন, শিক্ষকদের নামে কোনো আপত্তিকর স্লোগান দেওয়া হবে না। এই মিছিলের একটি ইতিবাচক বার্তা পৌঁছানোর বিষয়েও তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

বিকেল পাঁচটার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, কুয়েটিয়ান কুয়েটিয়ান’, ‘বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার সোনার বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘জিতেছে রে জিতেছে, ছাত্রসমাজ জিতেছে’, ‘রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই কুয়েটে হবে না’, ‘পালাইছে রে পালাইছে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, দালালের গতিতে আগুন জ্বালো একসাথে’, ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বলে একসাথে’ এসব স্লোগান দেন।

কুয়েটের উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা শোনার পর শিক্ষার্থীদের উল্লাস। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৪ এপ্রিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!” 

জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।” 

কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ