রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
Published: 27th, April 2025 GMT
রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় নাঈম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার দুপুরে পরীক্ষা শেষে বেরিয়ে নাঈম উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গীর দিক থেকে বিমানবন্দরের দিকে আসা বিআরটিসির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
নাঈমের সহপাঠীরা জানায়, তারা নাঈমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে বেলা সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈম উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে (বাণিজ্য) এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার পরীক্ষার কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুলে।
নাঈমের সহপাঠী পল্লব কুমার শীল জানিয়েছে, নাঈমের আত্মীয়দের সংবাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে স্থানীয় লোকজন আটক করেছেন। নাঈম উত্তরায় পাকুরিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
হাসপাতালে আসা নাঈমদের এক প্রতিবেশী জানান, নাঈমদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। তার বাবার নাম নজরুল ইসলাম। নাঈমের বড় দুই বোন রয়েছে।
নাঈমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে