৪৬তম বিসিএসে প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের ৮ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ প্রত্যাহার করেছে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

রবিবার (২৭ এপ্রিল) রাত পৌনে ৯টায় শাহবাগে মোড়ের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এ সময় তিনি বলেন, আগামীকাল বিকাল ৫টায় ৮ দফা দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গণজমায়েত অনুষ্ঠিত হবে। যেখানে সারা দেশের সকল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী যোগদান করার আহ্বান জানান তিনি।

১.

পিএসসি সংস্কার আন্দোলনের ৮ দফা দাবি হলো— ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে প্রশ্নফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে ৪৬তম বিসিএস বাতিলের সম্ভাবনা তৈরি হবে না এই মর্মে নিশ্চয়তা দিতে হবে। ২. ৪৫তম বিসিএস থেকে ভাইবার নম্বর ১০০ করতে হবে।  প্রিলি, লিখিত ও ভাইবার মার্ক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করতে হবে। ৩. প্রত্যেকটি বিসিএস এর সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ করতে হবে।  জুলাই মাসের ভিতর ৪৪তম বিসিএসের রেজাল্ট দিয়ে/ভাইবা শেষ করে ৪৬তম রিটেনের আয়োজন করতে হবে। ৪. দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যা ২৫-৩০ জনে উন্নীত করতে হবে। ৫. লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করতে। ৬. পদের অপচয় রোধে ৪৪তমের ক্ষেত্রে ভাইবা শেষ হবার পর ও রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ প্রদান; ৪৫-৪৭তমের  ক্ষেত্রে ভাইবার পূর্বে পুনরায় ক্যাডার চয়েজ পূরণের সুযোগ প্রদান এবং পরবর্তী বিসিএসগুলো থেকে প্রিলির পূর্বে ক্যাডার চয়েস না নিয়ে শুধু ভাইবার পূর্বে ক্যাডার চয়েজ নিতে হবে। ৭. সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ, ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা নেওয়া, গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে। ৮. ৪৪তম এর ক্যাডার পদবৃদ্ধি ও নন ক্যাডার বিধি’ ২৩ সংস্কার করে ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ সকলের ৯ম, ১০ম গ্রেডের চাকরি নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন:

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বেঁদেপল্লীতে যুবককে হত্যা: ওসির অপসারণ দাবি

ঢাকা/রায়হান/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ ব স এস অবর ধ

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ