৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তি ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করেছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা।

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ‘পিএসসি সংস্কার আন্দোলন’ এর ব্যানারে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে সড়কের গাড়ির জট লেগে যায়।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থী বুয়েট শিক্ষার্থী রিয়াজুস সালেহীন সিয়ন রাইজিংবিডি ডটকমকে বলেন, “আম মেধাবীরা সারা বছর কষ্ট করে লেখাপড়া করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন। আর একটি অসাধু চক্র প্রশ্ন ফাঁস করে দুর্নীতি মাধ্যমে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে। আমরা চাই, অতি দ্রুত পিএসসি সংস্কার করে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে মেধাবীদের চাকরি দেওয়া হোক।”

আরো পড়ুন:

চার বিসিএস নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করে সিদ্ধান্ত জানাল পিএসসি

৪৪তম বিসিএসের একদিনের মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো.

শাহ আলম স্নেহের সঙ্গে কথা হলে রাইজিংবিডি ডটকমকে তিনি বলেন, “আমাদের দাবি আদায় না হলে শাহবাগ মোড় ছাড়া হবে না। আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। পিএসসিতে যে কয়জন অসৎ কমিশনার আছেন, তাদের অতি দ্রুত অপসারণ করতে হবে “

পিএসসি সংস্কার আন্দোলনের আট দফা দাবি

১। ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে ৪৬তম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না; এই নিশ্চয়তা দিতে হবে।

২। ৪৫তম বিসিএস থেকে ভাইবার নম্বর ১০০ করতে হবে।  প্রিলি, লিখিত ও ভাইবার মার্ক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করতে হবে।

৩। প্রত্যেকটি বিসিএসের সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ করতে হবে। জুলাই মাসের ভেতর ৪৪তম বিসিএসের রেজাল্ট দিয়ে ভাইবা শেষ করে ৪৬তমের রিটেনের আয়োজন করতে হবে। 

৪। দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যার সীমা ২৫ থেকে ৩০ জনে উন্নীতকরণ।

৫। লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করা।

৬। পদের অপচয় রোধে ৪৪ তমে ক্ষেত্রে ভাইবা শেষ হবার পর ও রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ প্রদান; ৪৫-৪৭তমের ক্ষেত্রে ভাইবার পূর্বে পুনরায় ক্যাডার চয়েজ পুরণের সুযোগ প্রদান এবং পরবর্তী বিসিএসগুলো থেকে প্রিলির পূর্বে ক্যাডার চয়েস না নিয়ে শুধু ভাইবার পূর্বেই ক্যাডার চয়েজ নেওয়া।

৭। সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ; ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ; গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ।

৮। ৪৪তমের ক্যাডার পদ বৃদ্ধি ও নন-ক্যাডার বিধি ২৩ সংস্কার করে ভাইবা উত্তীর্ণ সবার নবম ও দশম গ্রেডে চাকরি নিশ্চিত করতে হবে।

ঢাকা/রায়হান/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব স এস প এসস পর ক ষ র ব যবস থ শ হব গ প এসস

এছাড়াও পড়ুন:

সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হলো ‘রোড টু বিসিএস—সফলতার গল্প’ শীর্ষক সেমিনার। কলেজের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গত রোববার (১৪ সেপ্টেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আমানুল্লাহ আল মারুফ।

সেমিনারে ৪৪তম বিসিএসে সফল হওয়া তিন তরুণ অংশ নেন। ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফরহাদ হোসেন (প্রথম), পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. এমদাদুল্লাহ (৩১তম) এবং শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৌশিক গোপ (২৩তম) শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তাঁরা বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও সফলতার কৌশল নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ক্যারিয়ারে সফল হতে চাই অধ্যবসায়। পড়াশোনার পাশাপাশি বই পড়া, ভাষাজ্ঞান ও আত্মোন্নয়নমূলক শিক্ষা খুব জরুরি।

ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা রবিউল আলম লুইপা বলেন, ক্লাব নিয়মিত ক্যারিয়ার–বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন করছে। সামনে সিভি লেখার কর্মশালা, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার ও জব ফেয়ারের আয়োজন করা হবে। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী নুসরাত আরা মীম বলেন, অনুষ্ঠানে অংশ নিয়ে বিসিএস পরীক্ষার ধাপ ও সফল হওয়ার কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়েছে।

আরও পড়ুনজেন–জিরা কি চাকরিক্ষেত্রে সব সময় প্রশংসা চান১৫ সেপ্টেম্বর ২০২৫

আলোচনা শেষে ক্যারিয়ার–বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সদস্য মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুক। চার শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত