যমুনার সামনে স্লোগান: ‘বাহ ইন্টেরিম চমৎকার, খুনিদের পাহারাদার’
Published: 9th, May 2025 GMT
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সেখানে এসে পৌঁছান গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। তাদের মুখে শোনা যায় সরকারের সমালোচনামূলক বিভিন্ন স্লোগান।
বৃহস্পতিবার (৮মে) রাত ১০ টা থেকে চলা অবস্থান কর্মসূচি শুক্রবার (৯মে) সকালে প্রতিবেদনটি লেখা অবধি চলমান রয়েছে।
তালাত মাহমুদ রাফি কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, "আওয়ামী লীগ গণহত্যাকারী দল। তাদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নেই। আমরা স্পষ্ট করে বলছি, যদি আওয়ামী লীগ রাজনীতি করে, তাহলে আমরা করব না। আমরা রাজনীতি করতে পারলে, তারা পারবে না।”
আরো পড়ুন:
আবদুল হামিদের দেশত্যাগ: প্রতিবাদে মিঠামইনে বিক্ষোভ
ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
সরকারকে হুঁশিয়ার করে রাফি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে রক্ত দেব। বাংলাদেশ আবার জেগে উঠবে, গোটা দেশ যমুনায় হাজির হবে।"
রাফি তার বক্তব্যের এই পর্যায়ে স্লোগান তোলেন। তাকে বলতে শোনা যায়, ‘বাহ ইন্টেরিম চমৎকার, খুনিদের পাহারাদার’। উপস্থিত ছাত্র-জনতাও তাতে গলা মেলান।
এ ছাড়া ‘বাহ ইন্টারিম চমৎকার, খুনি হাসিনার পাহারাদার, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’- এর মতো বিভিন্ন স্লোগান দেন তিনি।
তিনি আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, তাকে তার পদ থেকে নামাতে সময় লাগবে না, যেখানে হাসিনাকে নামাতে মাত্র ১৬ দিন লেগেছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও হুঁশিয়ার করে এখনই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দাবি করেন।
ঢাকা/সুকান্ত/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট আওয় ম ল গ র জন ত আওয় ম
এছাড়াও পড়ুন:
কৌতূহলবশত ট্রাভেল ব্যাগটি খুলতেই বেরিয়ে এল খণ্ডিত মরদেহ
গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্টেশন রোডের একটি বিরিয়ানির দোকানের সামনের রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গী স্টেশন রোড এলাকায় আজ সকালে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। কৌতূহলবশত কয়েক ব্যক্তি সেটি খুলে দেখেন, সেখানে খণ্ডিত মরদেহ। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ সকাল ৯টার দিকে এটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’