আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সেখানে এসে পৌঁছান গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। তাদের মুখে শোনা যায় সরকারের সমালোচনামূলক বিভিন্ন স্লোগান।

বৃহস্পতিবার (৮মে) রাত ১০ টা থেকে চলা অবস্থান কর্মসূচি শুক্রবার (৯মে) সকালে প্রতিবেদনটি লেখা অবধি চলমান রয়েছে।

তালাত মাহমুদ রাফি কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, "আওয়ামী লীগ গণহত্যাকারী দল। তাদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নেই। আমরা স্পষ্ট করে বলছি, যদি আওয়ামী লীগ রাজনীতি করে, তাহলে আমরা করব না। আমরা রাজনীতি করতে পারলে, তারা পারবে না।”

আরো পড়ুন:

আবদুল হামিদের দেশত্যাগ: প্রতিবাদে মিঠামইনে বিক্ষোভ

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সরকারকে হুঁশিয়ার করে রাফি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে রক্ত দেব। বাংলাদেশ আবার জেগে উঠবে, গোটা দেশ যমুনায় হাজির হবে।"

রাফি তার বক্তব্যের এই পর্যায়ে স্লোগান তোলেন। তাকে বলতে শোনা যায়, ‘বাহ ইন্টেরিম চমৎকার, খুনিদের পাহারাদার’। উপস্থিত ছাত্র-জনতাও তাতে গলা মেলান।

এ ছাড়া ‘বাহ ইন্টারিম চমৎকার, খুনি হাসিনার পাহারাদার, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’- এর মতো বিভিন্ন স্লোগান দেন তিনি।

তিনি আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, তাকে তার পদ থেকে নামাতে সময় লাগবে না, যেখানে হাসিনাকে নামাতে মাত্র ১৬ দিন লেগেছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও হুঁশিয়ার করে এখনই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দাবি করেন।

ঢাকা/সুকান্ত/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট আওয় ম ল গ র জন ত আওয় ম

এছাড়াও পড়ুন:

জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!” 

জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।” 

কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ