বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ আটক হওয়ার পর পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া উপজেলা পরিষদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সকালে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার মাদক কারবারির নাম রিয়াজ ফকির (৩০)। তিনি উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো.

ছিদ্দিক ফকিরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৬ পিস ইয়াবাসহ রিয়াজ ফকিরকে আটক করে পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তুলতে গেলে সে এক কনস্টেবলের স্পর্শকাতর অঙ্গে লাথি মেরে এবং অপর এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় রিয়াজকে তাড়া করতে গিয়ে আহত হন আগৈলঝাড়া থানার সহকারী উপপরিদর্শক মামুন হোসেন। পরে সারারাত অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৬টায় উপজেলার ছয়গ্রাম থেকে রিয়াজকে গ্রেপ্তার করা হয়।  

রিয়াজ ফকিরের বাবা ছিদ্দিক ফকির জানান, তাঁর ছেলে নিয়মিত মাদক সেবন করে। চেষ্টা করেও ছেলেকে মাদক সেবন থেকে  ফেরাতে পারেননি তিনি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মাদক কারবারি রিয়াজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে গিয়ে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় আগৈলঝাড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল উপজ ল

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: আইটি অফিসার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।

প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমা

সর্বোচ্চ ৪০ বছর।

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগে

আবেদনের ঠিকানা

পরিচালক,

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ