বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ আটক হওয়ার পর পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া উপজেলা পরিষদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সকালে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার মাদক কারবারির নাম রিয়াজ ফকির (৩০)। তিনি উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো.

ছিদ্দিক ফকিরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৬ পিস ইয়াবাসহ রিয়াজ ফকিরকে আটক করে পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তুলতে গেলে সে এক কনস্টেবলের স্পর্শকাতর অঙ্গে লাথি মেরে এবং অপর এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় রিয়াজকে তাড়া করতে গিয়ে আহত হন আগৈলঝাড়া থানার সহকারী উপপরিদর্শক মামুন হোসেন। পরে সারারাত অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৬টায় উপজেলার ছয়গ্রাম থেকে রিয়াজকে গ্রেপ্তার করা হয়।  

রিয়াজ ফকিরের বাবা ছিদ্দিক ফকির জানান, তাঁর ছেলে নিয়মিত মাদক সেবন করে। চেষ্টা করেও ছেলেকে মাদক সেবন থেকে  ফেরাতে পারেননি তিনি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মাদক কারবারি রিয়াজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে গিয়ে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় আগৈলঝাড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল উপজ ল

এছাড়াও পড়ুন:

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৪–২৫ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান দেওয়া হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ৭৫ লাখ টাকা। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ২০ লাখ টাকা করে।

অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো—রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্য টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা ও জুঁই।

অনুদানের জন্য মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো—মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

সম্পর্কিত নিবন্ধ