বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ আটক হওয়ার পর পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া উপজেলা পরিষদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সকালে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার মাদক কারবারির নাম রিয়াজ ফকির (৩০)। তিনি উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো.

ছিদ্দিক ফকিরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৬ পিস ইয়াবাসহ রিয়াজ ফকিরকে আটক করে পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তুলতে গেলে সে এক কনস্টেবলের স্পর্শকাতর অঙ্গে লাথি মেরে এবং অপর এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় রিয়াজকে তাড়া করতে গিয়ে আহত হন আগৈলঝাড়া থানার সহকারী উপপরিদর্শক মামুন হোসেন। পরে সারারাত অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৬টায় উপজেলার ছয়গ্রাম থেকে রিয়াজকে গ্রেপ্তার করা হয়।  

রিয়াজ ফকিরের বাবা ছিদ্দিক ফকির জানান, তাঁর ছেলে নিয়মিত মাদক সেবন করে। চেষ্টা করেও ছেলেকে মাদক সেবন থেকে  ফেরাতে পারেননি তিনি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মাদক কারবারি রিয়াজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে গিয়ে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় আগৈলঝাড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল উপজ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৭ মে ২০২৫)

বাংলাদেশ–সংযুক্ত আরব আমিরাত টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। আইপিএল ও পিএসএল আবারও মাঠে ফিরছে আজ।১ম টি–টোয়েন্টি

বাংলাদেশ–সংযুক্ত আরব আমিরাত
রাত ৯টা, টি স্পোর্টস

১ম বেসরকারি টেস্ট–৪র্থ দিন

বাংলাদেশ ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’
সকাল ১০টা, টি স্পোর্টস

জার্মান বুন্দেসলিগা

হফেনহাইম–বায়ার্ন মিউনিখ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ১

আইপিএল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

পিএসএল

পেশোয়ার জালমি–করাচি কিংস
রাত ৯টা, নাগরিক টিভি

ইতালিয়ান ওপেন

নারী এককের ফাইনাল
জেসমিন পাওলিনি–কোকো গফ
রাত ৯টা, সনি স্পোর্টস টেন ৫

এফএ কাপ

ফাইনাল
ম্যানচেস্টার সিটি–ক্রিস্টাল প্যালেস
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ