গুণী মানুষের কদর বোঝে না সমাজ: জামায়াত আমির
Published: 20th, May 2025 GMT
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গুণী মানুষ যতদিন বেঁচে থাকেন, ততদিন সমাজ তাঁর মূল্য বোঝে না। চট্টগ্রাম মহানগর শাখার নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুর পর আমরা তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।’
মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম কালচারাল একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
শফিকুর রহমান বলেন, ‘ড.
চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম
এছাড়াও পড়ুন:
‘উপহাসে এখন আর খারাপ লাগে না, কষ্ট হয় না’
ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খান। আজ তার অভিনয় ক্যারিয়ারের যতটুকু অবস্থান, তা তৈরি করতে কাঠখড় কম পোড়াতে হয়নি। ফলে বাস্তবতা গভীরভাবে উপলদ্ধি করেছেন এই তরুণ অভিনেতা।
বৃহস্পতিবার (৩ জুলাই) আরশ খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে কিছুটা আক্ষেপ ও শক্ত মনোবলের প্রকাশ ঘটেছে। এ অভিনেতা লেখেন, “উপহাসে আমার এখন আর খারাপ লাগে না, কষ্ট হয় না।”
উদাহরণ হিসেবে চিত্রনায়ক শাকিব খানকে টেনে আরশ লেখেন, “শাকিব খান নামটা শুনলে একসময় মজা করা আমি, আজ লাইনে দাঁড়িয়ে তার সিনেমার টিকিট কাটি। মনে রাখবেন, আজ যারা আপনার উপর হাসে, তারাই আপনার ভবিষ্যৎ ফ্যান।”
আরো পড়ুন:
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রীর স্বামী
দাম্পত্য জীবনের এক বছর, স্বামীকে অর্ষার খোলা চিঠি
আরশ খানের ভক্ত-অনুরাগীরা তার ভাবনার সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। রিয়া সরকার নামে একজন লেখেন, “আপনি ধীরে ধীরে মানুষের মনে যেভাবে জায়গা করছেন, আপনিও একদিন অনেক বড় অভিনেতা হবেন, প্রার্থনা করি। অনেক ভালো মনের মানুষ আপনি।”
আরাফ নামে একজন লেখেন, “অপেক্ষায় রইব গুরু আরশ। টিকিট কিনে বড় স্কিনে তোমাকে দেখার।” লিটন লেখেন, “ধন্যবাদ ভাই। আপনার প্রতি ভালোবাসা আরো বেরে গেল।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে আরশের কমেন্ট বক্সে।
ঢাকা/শান্ত