২৩ মে (শুক্রবার) একই দিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ ১৪টি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সময়ে। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।

২৩ মে যেসব প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন বা মানবসম্পদ) পদের পরীক্ষা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরীক্ষা, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৯ ক্যাটাগরির লিখিত পরীক্ষা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস সহায়ক, মেশিনম্যান, সহকারী স্টোরকিপার, চেইনম্যান, প্যাকার ও মেশিনম্যান কাম ক্লিনার পদের পরীক্ষা, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার তিনটি পদের লিখিত পরীক্ষা।

ওই দিন আরও যেসব পরীক্ষা আছে, সেগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লিখিত পরীক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা, জনতা ব্যাংকের অফিসার (রুরাল ক্রেডিট বা আরসি) পদের মৌখিক পরীক্ষা, বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদের পরীক্ষা, ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পদের লিখিত পরীক্ষা, নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের পাঁচটি পদের লিখিত পরীক্ষা, বিস্ফোরক পরিদপ্তরের লিখিত পরীক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ১৩ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষা।

একই দিনে ১৪টি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা পড়ায় কোনো কোনো পরীক্ষার্থীর তিন থেকে চারটি পরীক্ষা পড়েছে আগামী শুক্রবার। কারও পরীক্ষা পড়েছে একই সময়ে। ফলে টাকা দিয়ে আবেদন করেও পরীক্ষা দিতে পারবেন না অনেক চাকরিপ্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরির গ্রুপগুলোয় এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁরা। এ সমস্যার সমাধান চান চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬৬২ পদে বিশাল নিয়োগ, করুন আবেদন ২১ মে ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা চাকরিপ্রার্থী রবিউর রহমান চৌধুরীর তিনটি চাকরির পরীক্ষা পড়েছে শুক্রবার। এর মধ্যে সকালে একটি এবং বিকেলে দুটি একই সময়ে। রবিউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একই দিনে তিনটি পরীক্ষা পড়ায় এখন কোন পরীক্ষাটি বাদ দেব, সেটা বুঝতে পারছি না। তিনটি পদই গুরুত্বপূর্ণ। এসব চাকরির জন্য আমি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছি। আমার এত দিনের প্রস্তুতি আর আবেদন ফি, দুটিই বৃথা হয়ে গেল। সময় নষ্ট তো আছেই।’

ছবি: প্রথম আলো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ল খ ত পর ক ষ র ন য় গ পর ক ষ চ কর প র র থ র পর ক ষ একই দ ন চ কর র

এছাড়াও পড়ুন:

সোমবার সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বৃষ্টি হলেও বাড়বে গরম

আগামী সোমবার (২৬ মে) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে আরো শক্তি সঞ্চয় করতে পারে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

বৃহস্পতিবার (২২ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরো অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। ২৬ মে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।

শুক্রবার (২৩ মে) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে, মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সাতক্ষীরার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার (২৪ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২৫ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৬ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ