এক দিনে ১৪টি চাকরির পরীক্ষা, কী করবেন পরীক্ষার্থীরা
Published: 22nd, May 2025 GMT
২৩ মে (শুক্রবার) একই দিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ ১৪টি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সময়ে। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
২৩ মে যেসব প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন বা মানবসম্পদ) পদের পরীক্ষা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরীক্ষা, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৯ ক্যাটাগরির লিখিত পরীক্ষা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস সহায়ক, মেশিনম্যান, সহকারী স্টোরকিপার, চেইনম্যান, প্যাকার ও মেশিনম্যান কাম ক্লিনার পদের পরীক্ষা, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার তিনটি পদের লিখিত পরীক্ষা।
ওই দিন আরও যেসব পরীক্ষা আছে, সেগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লিখিত পরীক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা, জনতা ব্যাংকের অফিসার (রুরাল ক্রেডিট বা আরসি) পদের মৌখিক পরীক্ষা, বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদের পরীক্ষা, ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পদের লিখিত পরীক্ষা, নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের পাঁচটি পদের লিখিত পরীক্ষা, বিস্ফোরক পরিদপ্তরের লিখিত পরীক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ১৩ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষা।
একই দিনে ১৪টি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা পড়ায় কোনো কোনো পরীক্ষার্থীর তিন থেকে চারটি পরীক্ষা পড়েছে আগামী শুক্রবার। কারও পরীক্ষা পড়েছে একই সময়ে। ফলে টাকা দিয়ে আবেদন করেও পরীক্ষা দিতে পারবেন না অনেক চাকরিপ্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরির গ্রুপগুলোয় এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁরা। এ সমস্যার সমাধান চান চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬৬২ পদে বিশাল নিয়োগ, করুন আবেদন ২১ মে ২০২৫খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা চাকরিপ্রার্থী রবিউর রহমান চৌধুরীর তিনটি চাকরির পরীক্ষা পড়েছে শুক্রবার। এর মধ্যে সকালে একটি এবং বিকেলে দুটি একই সময়ে। রবিউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একই দিনে তিনটি পরীক্ষা পড়ায় এখন কোন পরীক্ষাটি বাদ দেব, সেটা বুঝতে পারছি না। তিনটি পদই গুরুত্বপূর্ণ। এসব চাকরির জন্য আমি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছি। আমার এত দিনের প্রস্তুতি আর আবেদন ফি, দুটিই বৃথা হয়ে গেল। সময় নষ্ট তো আছেই।’
ছবি: প্রথম আলো.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ল খ ত পর ক ষ র ন য় গ পর ক ষ চ কর প র র থ র পর ক ষ একই দ ন চ কর র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫