জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এতে সমাবেশ শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার খান জাহানিয়া গণ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে।
সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, মোল্লা রহমাতুল্লাহ নিজ পছন্দের কয়েকজনকে দিয়ে কমিটি গঠনের চেষ্টা করেছিলেন। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন না, এমন ব্যক্তিদের নিয়ে ‘পকেট কমিটি’ গঠন করতে চেয়েছিলেন।
বাগেরহাট জেলা এনসিপির প্রতিনিধি মুহাম্মদ হামিম হুসাইন বলেন, “জেলা সার্চ কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আসার কথা ছিল। কিন্তু, মোল্লা রহমাতুল্লাহ একাই এসে নিজের পছন্দের লোকদের দিয়ে কমিটি করার চেষ্টা করেন। এতে নেতাকর্মীরা ক্ষুব্ধ হন এবং প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি কাউকে কিছু না বলেই সভাস্থল ত্যাগ করেন।”
তিনি আরো বলেন, “যাদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে, তাদের অনেকে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। বিষয়টি দ্রুত কেন্দ্রে জানানো হবে।”
এনসিপির আরেক স্থানীয় প্রতিনিধি জাহিদুর রহমান পলাশ বলেন, “বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের ষড়যন্ত্র চলছে। আমরা এ নিয়ে সভায় কথা বলতে চাইলেও মোল্লা রহমাতুল্লাহ আলোচনায় রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা প্রতিবাদ জানান। একপর্যায়ে তিনি কাউকে কিছু না বলে সমাবেশ ছেড়ে চলে যান।’’
ঢাকা/শহিদুল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রহম ত ল ল হ গঠন র এনস প
এছাড়াও পড়ুন:
গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৫৫) ও অটোরিকশা চালক ওয়াসিম (২৮)। নিহত ওয়াসিম পাঁচবাগ দিঘীরপাড় গ্রামের আবু বকরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাব বটতলা বাজার থেকে যাত্রী নিয়ে পাঁচবাগ চৌকা বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অটোরিকশা চালক ওয়াসিম মারা যান। একই ঘটনায় আহত অপর দুজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।