পেশী শক্তি, কালো টাকা ও সন্ত্রাস মুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে : ড. হামিদুর রহমান আযাদ
Published: 23rd, May 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, প্রয়োজনীয় সময়ের মধ্যে পেশী শক্তি, কালো টাকা ও সন্ত্রাস মুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে।
আসন্ন ত্রয়োদশ সাংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৩ মে) শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে ড.
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি পূর্নাঙ্গ ইসলামি আন্দোলন। ইসলামই ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গঠনের গ্যারান্টি। ইসলামী আদর্শের মূর্ত প্রতীক হিসেবে কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে গঠন করার জন্য জামায়াতে ইসলামীর মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। দেশের এই ক্রান্তিকালে সকল প্রকার বিভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান, মহানগরী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: জামাল হোসাইন, আবু সাঈদ মুন্না, এইচ এম নাসির উদ্দিন সহ জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্য বৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সন ত র স ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র রহম ন ইসল ম
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনকে স্বারকলিপি প্রদান
নিয়োগ বিধি সংশোধন করে ডিগ্রি পাশ করে ১৪তম গ্রেড প্রদান এবং ৩ বছরের ইনসার্ভিস ট্রেনিং এর মাধ্যমে ১১ তম গ্রেড প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় জেলা সিভিল সার্জনকে স্বারকলিপি প্রদান করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বুধবার (২১ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সংগঠনের জেলা শাখার সভাপতি ওয়াসিউদ্দিন রানা'র নেতৃত্বে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র মাধ্যমে স্বাস্থ্য মহাপরিচালক'র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপি প্রদান অনুষ্ঠানেন উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান,জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান।
এ ছাড়াও সংগঠনের অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আবু নাসের, সাংগঠনিক সম্পাদক মাকসুদুল হাসান, সহ সভাপতি মিরাজুল করিম, সানাউল্লাহ মিয়া, আল মামুন ও আব্দুল কাদের শ্যামল প্রমুখ।