রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ জিয়া পার্কের ভিতরে পশ্চিম পাশের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছে, যাত্রাবাড়ী চৌরাস্তা–সংলগ্ন শহীদ জিয়া পার্কের ভিতরে পশ্চিম পাশের ফটক–সংলগ্ন স্থানে ককটেলটি নিক্ষেপ করা হয়। ককটেলটি একটি জর্দার ডিব্বায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। ফ্লাইওভারের মাওয়াগামী লেনের ওপর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা এটি নিক্ষেপ করেছেন বলে ধারণা করছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা–পুলিশ জানায়, ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পার্কের ভিতরে নার্সারির কর্মচারী জুয়েল (৪০) ও সোহানসহ (২৪) কয়েকজন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

কামরুজ্জামান তালুকদার রাত একটার দিকে প্রথম আলোকে বলেন, একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। একজন হাতে আঘাত পেয়েছেন। তাঁকে স্থানীয় সাফা-মারওয়া হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আহত জুয়েলের ভায়রা মো. শাকিল জানান, বৃক্ষমেলার ভেতরে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে তার ভাই জুয়েল ব্যাপারী বাঁ হাত ও বাঁ পায়ে স্প্লিন্টারের আঘাতে আহত হন। পরে রাত আনুমানিক ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি শাকিল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত জুয়েলের চিকিৎসা ঢামেকের জরুরি বিভাগে চলছে।

জুয়েল ব্যাপারীর গ্রামের বাড়ি তেজগাঁওয়ের বুনিয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডে। বর্তমানে তিনি থাকেন যাত্রাবাড়ীর তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকায়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ককট ল

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ