যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে পার্কে ককটেল নিক্ষেপ, আহত ৫
Published: 24th, May 2025 GMT
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ জিয়া পার্কের ভিতরে পশ্চিম পাশের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, যাত্রাবাড়ী চৌরাস্তা–সংলগ্ন শহীদ জিয়া পার্কের ভিতরে পশ্চিম পাশের ফটক–সংলগ্ন স্থানে ককটেলটি নিক্ষেপ করা হয়। ককটেলটি একটি জর্দার ডিব্বায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। ফ্লাইওভারের মাওয়াগামী লেনের ওপর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা এটি নিক্ষেপ করেছেন বলে ধারণা করছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা–পুলিশ জানায়, ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পার্কের ভিতরে নার্সারির কর্মচারী জুয়েল (৪০) ও সোহানসহ (২৪) কয়েকজন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
আহত জুয়েলের ভায়রা মো. শাকিল জানান, বৃক্ষমেলার ভেতরে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে তার ভাই জুয়েল ব্যাপারী বাঁ হাত ও বাঁ পায়ে স্প্লিন্টারের আঘাতে আহত হন। পরে রাত আনুমানিক ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি শাকিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত জুয়েলের চিকিৎসা ঢামেকের জরুরি বিভাগে চলছে।
জুয়েল ব্যাপারীর গ্রামের বাড়ি তেজগাঁওয়ের বুনিয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডে। বর্তমানে তিনি থাকেন যাত্রাবাড়ীর তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ককট ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।