ভূমিকম্প, সুনামি, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে সুনামি, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য জানার সুযোগ মিললেও ভূমিকম্পের পূর্বাভাস জানার কার্যকর পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। আর তাই দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ধরন ও পূর্বাভাস জানার জন্য কাজ করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডর্নসাইফ কলেজের বিজ্ঞানীরা ‘সুপারশিয়ার’ নামের বিরল ভূমিকম্পের তথ্য জানিয়েছেন।

বিজ্ঞানীদের তথ্যমতে, সুপারশিয়ার ভূমিকম্প বিশেষ ধরনের ভূমিকম্প। এই ভূমিকম্পের তরঙ্গ সাধারণ ভূমিকম্পের চেয়ে দ্রুতগতিতে চলে। ফলে সোনিক বুমের মতো তীব্র ভূমিকম্প তৈরি হয়, যা পূর্বের ধারণার চেয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। ২০২৫ সালের মার্চ মাসে মিয়ানমারে আঘাত হানা ৭.

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এমনি এক ভূমিকম্প ছিল।

সুপারশিয়ার ভূমিকম্পের বিষয়ে বিজ্ঞানী আহমেদ এলবান্না জানান, এটি ধ্বংসাত্মক তরঙ্গ তৈরি করে, যা একটি সাধারণ ভূমিকম্পের চেয়ে শক্তিশালী। আর এ কারণেই ২০২৫ সালের ২৮ মার্চ মিয়ানমারে এক ভূমিকম্পে ৪৬০ কিলোমিটারের বেশি জমিতে ফাটল দেখা দেয়। শুধু তা–ই নয়, সাধারণ মাত্রার ভূমিকম্পের চেয়ে প্রায় দ্বিগুণ ক্ষতি হয়। এ বিষয়ে কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জুডিথ হাবার্ড জানান, প্রাথমিক গবেষণায় দেখা গেছে, সুপারশিয়ার ভূমিকম্পের কারণে ফাটল তৈরি হয়েছে। অস্বাভাবিক গতি ভূকম্পনকে আরও বাড়িয়েছে বলে মনে করা হয়। ফলে বিশাল এলাকাজুড়ে ক্ষতি হয়েছে।

বিজ্ঞানী ইয়েহুদা বেন-জিয়ন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অন্যান্য অঞ্চলের তুলনায় সুপারশিয়ার ভূমিকম্পের সম্ভাবনা বেশি। এমন ধরনের হুমকি অনেক দিন ধরেই রয়েছে। আগামী কয়েক দশক ধরে ক্যালিফোর্নিয়ায় ৭ মাত্রার বা তার বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। সুপারশিয়ার ভূমিকম্প ফল্ট বরাবর তাদের সবচেয়ে শক্তিশালী শক্তি প্রেরণ করে বলে অবকাঠামোর জন্য নতুন ঝুঁকি তৈরি করে।

সূত্র: এনডিটিভি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ভ ম কম প র

এছাড়াও পড়ুন:

রোনালদো ২০২৫ সালে আয়ে শীর্ষে, শীর্ষ দশে আছেন ইয়ামালও

ক্যারিয়ারে গোধূলীবেলা পার করছেন ৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদো। সব মিলিয়ে ফুটবল মাঠে হয়তো অল্প সময়ই হাতে আছে তাঁর। কিন্তু বয়স বাড়লেও একটুও কমেনি রোনালদোর প্রভাব। সেটা হোক মাঠে গোল করায় কিংবা মাঠে ও মাঠের বাইরে অর্থ উপার্জনে। সব জায়গাতেই যেন রোনালদোর একচ্ছত্র দাপট।

যুক্তরাষ্ট্রের ব্যবসা–বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বস গতকাল ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। কিছুদিন আগে মার্কিন আর্থিক তথ্য ও গণমাধ্যম সংস্থা ব্লুমবার্গের হিসাবে ফুটবল ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার হওয়া রোনালদো ফোর্বসের এই তালিকায়ও শীর্ষস্থানে আছেন। গত এক দশকের মধ্যে এ নিয়ে ষষ্ঠবারের মতো ফোর্বসের সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়ের তালিকায় শীর্ষস্থান দখল করলেন পর্তুগিজ কিংবদন্তি।

ফোর্বসে গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ মৌসুমে ফুটবলারদের সম্মিলিত আয় ৯৪ কোটি ৫০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৪৫৯ কোটি টাকা। এ আয়ে সবচেয়ে বড় অংশটি রোনালদোর। গত জুনে আল নাসরের সঙ্গে আরও দুই বছরের নতুন চুক্তি করা রোনালদো ২০২৫–২৬ মৌসুমে এই ক্লাব থেকে আয় করবেন ২৩ কোটি ডলার।

আরও পড়ুনফুটবলে প্রথম বিলিয়নিয়ার রোনালদো, মোট সম্পদ কত জানেন কি০৮ অক্টোবর ২০২৫

পাশাপাশি মাঠের বাইরে বিভিন্ন স্পনসরশিপ, যেমন নাইকি, বিনান্স, হারবালাইফসহ নানা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থেকে আরও ৫ কোটি ডলার পাবেন। সব মিলিয়ে এ মৌসুমে তাঁর আয় দাঁড়াবে ২৮ কোটি ডলার। হিসাবটা করা হয়েছে কর ও এজেন্টের ফি বাদে।

১৯৯০ সাল থেকে ফোর্বস যেসব খেলোয়াড়ের আয় অনুসরণ করছে, তাঁদের মধ্যে রোনালদোর চেয়ে এক বছরে বেশি আয় করেছেন কেবল একজন ক্রীড়াবিদ—সাবেক বক্সার ফ্লয়েড মেওয়েদার। ২০১৫ সালে এক বছরে ৩০ কোটি ডলার ও তিন বছর পর ২৮ কোটি ৫০ লাখ ডলার আয় করেন মেওয়েদার।

ফোর্বসের এবারের তালিকায় সবচেয়ে বড় দিকটি হচ্ছে বেলিংহাম ও ইয়ামালের মতো তরুণদের উত্থান। সামনের দিনগুলোয় ফুটবল মঞ্চে তাঁরা যে রাজত্ব করবেন, এটা যেন তারই ইঙ্গিত। বার্সার ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল সর্বোচ্চ আয়কারীর এই তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। গত মৌসুমে ১৮ গোল করার পাশাপাশি ২৫ গোল করানো ইয়ামালকে নিয়ে ফোর্বস জানিয়েছে, অ্যাডিডাস, কোনামি ও পাওয়ারেডের সঙ্গে চুক্তিতে ইয়ামালের আয় বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩০ লাখ ডলার।

আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এ মুহূর্তে শীর্ষ ১০ আয়কারী ফুটবলারের মধ্যে ৫ জনের বয়স ২৯ কিংবা তার কম। এতে বোঝা যায়, রোনালদো এখনো আর্থিক দিক থেকে সবার ওপরে হলেও মাঠে ও মাঠের বাইরে নতুন প্রজন্মও সামনে এগিয়ে যাচ্ছে।
এই তালিকায় শীর্ষে থাকা রোনালদোর পরই আছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর আনুমানিক আয় ১৩ কোটি ডলার।

আরও পড়ুন১ হাজার গোল না করে থামবেন না, জানিয়ে দিলেন রোনালদো ০৮ অক্টোবর ২০২৫

১০ কোটি ৪০ লাখ ডলার আয় নিয়ে তৃতীয় আল ইত্তিহাদের করিম বেনজেমা। পরের অবস্থানটি রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের। তাঁর আয় প্রায় ৯ কোটি ৫০ লাখ ডলার। পঞ্চম ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হলান্ডের আয় ৮ কোটি ডলার। হলান্ড গত জানুয়ারিতে ৯ বছর ৬ মাস মেয়াদি নতুন চুক্তি করেছেন, যা তাঁকে বছরে ৬ কোটি ডলার বেতন ও বোনাস দেবে, সঙ্গে মাঠের বাইরে আরও ২ কোটি ডলার আয় তো আছেই।

শীর্ষ আয়ের তালিকায় ঢুকেছেন লামিনে ইয়ামালও

সম্পর্কিত নিবন্ধ

  • ৯ মাসে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে
  • ঢাকা কলেজে একাদশে বিশেষ কোটায় ভর্তির সুযোগ, শিথিল হবে জিপিএ শর্ত
  • আজ টিভিতে যা দেখবেন (২০ অক্টোবর ২০২৫)
  • নয় মাসে ন্যাশনাল হাউজিংয়ে মুনাফা বেড়েছে ১২ শতাংশ
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি, ২০ থেকে ২৩ অক্টোবর
  • আজ টিভিতে যা দেখবেন (১৯ অক্টোবর ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (১৮ অক্টোবর ২০২৫)
  • এক ঝলক (১৭ অক্টোবর ২০২৫)
  • রোনালদো ২০২৫ সালে আয়ে শীর্ষে, শীর্ষ দশে আছেন ইয়ামালও