সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
Published: 24th, May 2025 GMT
সিলেটের জকিগঞ্জে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আহমদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওহিদ ওই গ্রামের আতাউর রহমানের ছেলে। সে এবার ঈদগাহ বাজার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ ও নিহত শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুতের একটি তারে জড়িয়ে পড়ে ওহিদ। এতে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে। পরে স্বজনেরা উদ্ধার করে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঠাকুরগাঁওয়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সাবিরা আকতার ইতি ও সংগিতা রানী নামে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের একজন গলায় ফাঁস দেন এবং অপরজন সড়ক দুর্ঘটনায় মারা যান বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) পীরগঞ্জ উপজেলায় এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই হাটপাড়া গ্রামের মঈনুদ্দিনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাবিরা আকতার ইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে নিজ শয়ন ঘরের বারান্দার তিরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে বাড়ির লোকজন তার মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয়। সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে এ উপজেলার শাটিয়া গ্রামের গবেশ্বরের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সংগিতা রানী গত ১৮ মে দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘‘কি কারণে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আর একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজের মারা যাওয়ার খবর পেয়েছি। দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/হিমেল/টিপু