সম্ভাব্য শেষ ম্যাচে এমিলিয়ানো মার্তিনেজ কি ডোবালেন অ্যাস্টন ভিলাকে
Published: 26th, May 2025 GMT
চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করার জন্য প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচটি অ্যাস্টন ভিলার জন্য ছিল বাঁচামরার। এই ম্যাচে জিতলে তো বটেই, ড্র করলেও তারা পৌঁছে যেত চ্যাম্পিয়নস লিগে।
নিজেদের সর্বশেষ তিন ম্যাচেই হারা ম্যানচেস্টার ইউনাইটেডকে লিগ মৌসুমের শেষ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় খানিকটা স্বস্তিও ছিল। চাপে থাকা ইউনাইটেডকে রুখে দেওয়া.
এমনকি প্রথমার্ধের নির্ধারিত সময়েই ৫টি গোল বাঁচাতে হয় ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। এটুকু পর্যন্ত ঠিকঠাকই ছিল। মার্তিনেজ বীরত্বে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের পথেই ছিল বার্মিংহামের ক্লাবটি। কিন্তু বিপত্তি বাধে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে।
আরও পড়ুনমার্তিনেজ আর্জেন্টিনার ‘নায়ক’, ভিলার কি ‘খলনায়ক’২৩ এপ্রিল ২০২৫বল নিয়ে আগুয়ান রাসমুস হইলুন্দকে ঠেকাতে নিজেদের বক্স ছেড়ে অনেকটা বেরিয়ে আসেন মার্তিনেজ। এরপর হইলুন্দকে বাজেভাবে ফাউলও করে বসেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার।
এই ফাউলের জেরে লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ সময়ে লাল কার্ড দেখে দলকে দুভাবে বিপদে ফেলেন মার্তিনেজ। প্রথমত, তাঁর বিদায়ে দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলার ১০ জন নিয়ে খেলা নিশ্চিত হয়। দ্বিতীয়ত, গোলকিপারের পজিশনও নড়বড়ে হয়ে যায়।
মার্তিনেজের লাল কার্ডের পর যা আশঙ্কা করা হয়েছিল, সেটিই হয়েছে। দ্বিতীয়ার্ধে আমাদ দিয়ালো এবং ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ২–০ ব্যবধানে হেরে যায় অ্যাস্টন ভিলা। আর এই হারই ভিলাকে চ্যাম্পিয়নস লিগ থেকে ঠেলে পাঠিয়ে দেয় ইউরোপা লিগে।
আরও পড়ুনভালোবাসার ভিলায় কাঁদলেন মার্তিনেজ, গন্তব্য অজানা১৭ মে ২০২৫ভিলার জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচে নায়ক হওয়ার বদলে খলনায়ক হিসেবেই মাঠ ছাড়তে হয়েছে ‘বাজপাখি’ খ্যাত মার্তিনেজকে। তাঁর কারণেই প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত মৌসুমে প্রথম কোনো গোলকিপার লাল কার্ড দেখেছেন। এটি মার্তিনেজের পেশাদার ক্যারিয়ারের প্রথম লাল কার্ডও বটে।
গুঞ্জন আছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলে অ্যাস্টন ভিলা ছাড়তে যাচ্ছেন মার্তিনেজ। এর আগে ভিলা পার্কে কান্নাভেজা চোখে পরোক্ষভাবে বিদায়ও নিয়ে নিয়েছেন তিনি। মার্তিনেজের সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনার নাম। শেষ পর্যন্ত তিনি কোথায় যান, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ অ য স টন ভ ল প রথম
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে