প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের টানা কর্মবিরতির পটভূমিতে সরকারের সঙ্গে শিক্ষক নেতাদের আলোচনার আভাস মিলেছে। এরই মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষক নেতাদের তালিকা চাওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, আজ বৃহস্পতিবার বৈঠকটি হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা.
তিন দফা দাবিতে গত সোমবার থেকে সারাদেশে পূর্ণ কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গতকাল বুধবার সমকালকে বলেন, এই অচলাবস্থা দূর করে শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরতে চান। তবে তার আগে অবশ্যই তিন দফা দাবি মেনে নিতে হবে। দাবি বাস্তবায়নের না হলে কর্মবিরতি চলবে।
রাজধানীর দুটি প্রাথমিক বিদ্যালয় গতকাল ঘুরে দেখা গেছে, শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও খেলাধুলা করে সময় পার করছেন।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো– কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।
এর আগে ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রত্যেক কর্মদিবসে এক ঘণ্টা, ১৭ মে থেকে দুই ঘণ্টা এবং ২১ মে থেকে রোববার পর্যন্ত আধাবেলা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এখন সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে, আর প্রধান শিক্ষক ১১তম গ্রেডে বেতন পান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত হচ্ছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করছে সরকার। সোমবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম থেকে ১০ম গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচনা করে সরকার। এর ফলে দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এর ফলে তাদের ১০ম গ্রেডে উন্নীতকরণে আর বাধা থাকল না।
আরো পড়ুন:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা
ঢাবিতে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা
ঢাকা/হাসান/বকুল