আন্তর্জাতিক বুকার পুরস্কার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সম্পর্কে জেনে নিন বিস্তারিত
Published: 29th, May 2025 GMT
১. ৭৮তম কান উৎসবে কোন বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি পেয়েছে?
ক. মশারি
খ. ডেমন ফিশ
গ. আলী
ঘ. বাঙালি এক্স-ম্যান
উত্তর: গ. আলী
২. ইহুদিবিদ্বেষ মোকাবিলায় যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক হেরিটেজ ফাউন্ডেশনের প্রকাশিত নীতিপত্র—
ক. প্রজেক্ট এসথার
খ. প্রজেক্ট মাসীহ
গ. প্রজেক্ট হলি সিটি
ঘ.
উত্তর: ক. প্রজেক্ট এসথার
৩. বাংলাদেশের বৃহত্তম মিঠাপানির জলাভূমি কোনটি?
ক. টাঙ্গুয়ার হাওর
খ. চলনবিল
গ. হাকালুকি হাওর
ঘ. নিকলী হাওর
উত্তর: গ. হাকালুকি হাওর
৪. বাংলাদেশের সংবিধানের রক্ষক—
ক. সুপ্রিম কোর্ট
খ. জাতীয় সংসদ
গ. আইন মন্ত্রণালয়
ঘ. শাসন বিভাগ
উত্তর: ক. সুপ্রিম কোর্ট
৫. আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা?
ক. বিচারিক সংস্থা
খ. সরকারি মানবাধিকার সংস্থা
গ. বেসরকারি মানবাধিকার সংস্থা
ঘ. আইন প্রণয়নকারী সংস্থা
উত্তর: গ. বেসরকারি মানবাধিকার সংস্থা
৬. ‘আকাবা’ সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত?
ক. মিয়ানমার
খ. ইয়েমেন
গ. জর্ডান
ঘ. ওমান
উত্তর: গ. জর্ডান
৭. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) প্রধান পদ—
ক. মহাপরিচালক
খ. প্রেসিডেন্ট
গ. মহাসচিব
ঘ. প্রশাসক
উত্তর: ঘ. প্রশাসক
৮. আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়—
ক. ১৮ এপ্রিল
খ. ২২ মে
গ. ৬ জুন
ঘ. ২৮ মে
উত্তর: খ. ২২ মে
৯. সংক্রামক যৌনরোগ গনোরিয়ার বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি
গ. ইংল্যান্ড
ঘ. স্পেন
উত্তর: গ. ইংল্যান্ড
১০. কক্সবাজার সমুদ্রসৈকত থেকে যাত্রা শুরু করে হাঁটাপথ পাড়ি দিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর ‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করেছেন কে?
ক. বাবর আলী
খ. ইকরামুল হাসান শাকিল
গ. শাহরিয়ার আলম
ঘ. ইমামুর রহমান
উত্তর: খ. ইকরামুল হাসান শাকিল
১১. ‘আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৫’ জয়ী ভারতীয় লেখক বানু মুশতাক কোন ভাষার লেখক?
ক. বাংলা
খ. তামিল
গ. হিন্দি
ঘ. কন্নড়
উত্তর: ঘ. কন্নড়
১২. ‘চল চল চল’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. সন্ধ্যা
খ. অগ্নিবীণা
গ. সর্বহারা
ঘ. দোলনচাঁপা
উত্তর: ক. সন্ধ্যা
১৩. সম্প্রতি ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (CPEC)’–এ যুক্ত হয়েছে কোন দেশ?
ক. তাজিকিস্তান
খ. নেপাল
গ. আফগানিস্তান
ঘ. ভুটান
উত্তর: গ. আফগানিস্তান
১৪. ভোলা জেলাকে বরিশালের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে কোন নদী?
ক. মেঘনা
খ. তেঁতুলিয়া
গ. ধানসিঁড়ি
ঘ. কীর্তনখোলা
উত্তর: খ. তেঁতুলিয়া
১৫. বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
ক. ২,৭৩৮
খ. ২,৮২০
গ. ২,৭৯৩
ঘ. ২,৯৪০
উত্তর: খ. ২,৮২০
১৬. নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
ক. জাপান
খ. দক্ষিণ কোরিয়া
গ. সিঙ্গাপুর
ঘ. মালেশিয়া
উত্তর: ক. জাপান
১৭. সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলনের অধিকার পেয়েছে?
ক. UNHCR
খ. UNDP
গ. WHO
ঘ. UNESCO
উত্তর: গ. WHO
১৮. সম্প্রতি হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে কোথায় ?
ক. গারো পাহাড়
খ. কালা পাহাড়
গ. চিম্বুক পাহাড়
ঘ. দুমলং পাহাড়
উত্তর: ক. গারো পাহাড়
১৯. কোন জেলায় বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
ক. নারায়ণগঞ্জ
খ. গাজীপুর
গ. কুমিল্লা
ঘ. মুন্সিগঞ্জ
উত্তর: ঘ. মুন্সিগঞ্জ
২০. কোন সংস্থা জিআই (GI) পণ্যের স্বীকৃতি প্রদান করে?
ক. WTO
খ. WIPO
গ. UNESCO
ঘ. IFAD
উত্তর: খ. WIPO (World Intellectual Property Organization)
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফুটবলার প্রতিমা এগিয়ে যাচ্ছেন, পাশে আছে কিশোর আলোসহ অনেকে
একটি পরিবারের ওপর নেমে আসা অপ্রত্যাশিত চাপ আর হতাশাকে দূর করেছে একটি সংবাদ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় প্রতিমা মুন্ডার পড়াশোনা ও খেলাধুলা থমকে যাওয়ার উপক্রম হয়েছিল মাত্র ৪৭ হাজার টাকার জন্য। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর মিলেছে সহযোগিতা, পরিশোধ হয়ে গেছে বিকেএসপির বকেয়া।
এতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন প্রতিমার মা সুনিতা মুন্ডা। তাঁদের ওপর থেকে নেমে গেছে বড় ধরনের আর্থিক চাপ।
গত ২৫ সেপ্টেম্বর বিকেএসপি প্রতিমার অভিভাবককে পাঠানো চিঠিতে জানিয়েছিল, তাঁদের মেয়ের বকেয়া বেতন ৪৬ হাজার ৮৪০ টাকা। সেই চিঠিতেই সতর্ক করে বলা হয়, ছয় মাসের বেশি বেতন বকেয়া থাকলে চূড়ান্ত সতর্কীকরণ, আর ১২ মাসের বেশি বকেয়া থাকলে বহিষ্কারের বিধান আছে। অর্থাভাবে যখন অনিশ্চিত হয়ে উঠেছিল প্রতিমার ভবিষ্যৎ, ঠিক সেই সময় ১১ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত হয় তাঁদের পরিবারের সংগ্রামের গল্প।
আরও পড়ুনবকেয়া বেতন চেয়ে বিকেএসপির চিঠি, ফুটবলার প্রতিমার পড়াশোনা বন্ধের পথে ১১ অক্টোবর ২০২৫প্রতিবেদনটি পাঠকের হৃদয়ে নাড়া দেয়। কিশোর আলোর পক্ষ থেকে প্রতিমার বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। ওই দিনই বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার দুর্গাপুর গ্রামে গিয়ে প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রতিমা ও তাঁর মা সুনিতা মুন্ডার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৌজন্যে নেওয়া হয় এই উদ্যোগ। নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী সহায়তা করেন আরও ১০ হাজার টাকা। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার দেন পাঁচ হাজার টাকা ও একটি ফুটবল।
সহায়তা পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে। মুঠোফোনে প্রতিমা বলেন, ‘এখন আর কোনো অনিশ্চয়তা নেই। বিকেএসপির পাওনা ৪৬ হাজার ৮৪০ টাকা পরিশোধ করে দিয়েছি। আমি ভালো আছি, মনোযোগ দিয়ে পড়াশোনা আর অনুশীলন করছি।’
সাতক্ষীরার তালা উপজেলার প্রতিমা মুন্ডা ও তাঁর মা সুনিতা মুন্ডার হাতে কিশোর আলোর পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৌজন্যে এই উদ্যোগ নেওয়া হয়