অবসর থেকে এক মৌসুমের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি। বার্সার চলতি মৌসুম শেষ হওয়ায় সেজনির ওই চুক্তি শেষ হচ্ছে। এখন তিনি পুনরায় অবসরে ফিরে যাবেন নাকি এক বছরের চুক্তি নবায়ন করবেন তা নিয়েই যত আলোচনা। 

সংবাদ মাধ্যম দাবি করেছে, স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাওয়া সেজনি এরই মধ্যে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বার্সা বোর্ডের প্রস্তাবে সাড়া দিয়ে এক বছরের চুক্তি নবায়ন করতে চান তিনি। বার্সার থেকে প্রথম পছন্দের গোলরক্ষক হওয়ার বার্তা পেয়ে ২০২৬ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু পর্যন্ত থাকতে চান সাবেক জুভেন্টাস গোলরক্ষক। 

মৌসুমের শুরুতে ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যাওয়া মার্ক টের স্টেগানে ভরসা পাচ্ছে না বার্সেলোনা। যে কারণে তাকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা নাও করতে পারে কাতালানরা। বিষয়টি বুঝতে পেরেছেন জার্মান গোলরক্ষকও। তিনিও আবার নিয়মিত খেলতে চান এবং জার্মানির হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান। 

যে কারণে টের স্টেগান বার্সা ছাড়ার পরিকল্পনা করছেন বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম গোল। স্প্যানিশ ক্লাবটি এরই মধ্যে স্থায়ী একজন গোলরক্ষকের সন্ধানে বাজারে নেমেছে। যিনি টের স্টেগান ও সেজনির জায়গা পূরণ করবেন। ওই পরিকল্পনায় বার্সার পছন্দ এস্পানিওয়েল তরুণ স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়া। তার রিলিজ ক্লজ ২৫ মিলিয়ন ইউরো। 

সেজনি শেষ পর্যন্ত অবসরে ফিরে গেলে গার্সিয়াকে মূল দলের সঙ্গে রাখবে বার্সেলোনা। আবার টের স্টেগান অন্য ক্লাবে চলে গেলেও কাতালান দলে থাকবেন ২৪ বছর বয়সী এই গোলরক্ষক। তবে সেজনি ও স্টেগান দু’জনই বার্সায় থেকে গেলে গার্সিয়াকে কিনে এক মৌসুমের জন্য ধারে পাঠাতে চায় বার্সা বোর্ড। 

বার্সা এরই মধ্যে লামিনে ইয়ামাল, রাফিনিয়াদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে। যার অর্থ তাদের বেতনও বেড়েছে। অভিজ্ঞ টের স্টেগান তাই ধারে কিংবা স্থায়ী চুক্তিতে ক্লাব ছাড়তে চাইলে বার্সা বোর্ড খুব একটা আপত্তি করবে না। বরং টের স্টেগান ক্যাম্প ন্যু ছাড়লে বেতনের বোঝা কমবে বার্সার ওপর থেকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল

এছাড়াও পড়ুন:

নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার তারিখ ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচনের পরই ফেব্রুয়ারি মাসেই বইমেলা আয়োজনের প্রস্তাব ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত' বলে মনে করছে বাংলা একাডেমি।

রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ কথা জানিয়েছে।

আরো পড়ুন:

বাংলা একাডেমিতে আল মাহমুদ লেখক কর্নার চালু

একুশে বইমেলা স্থগিত

বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬ এর সময় নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের কথা বলে। রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।

অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলে ২০২৬ সালে কেজিতে ভর্তি
  • ঢাকা বিএএফ শাহীন কলেজে ২০২৬ সালে শিশু শ্রেণিতে ভর্তি
  • গ্লোবাল চায়না ফেলোশিপ, গবেষণার সুযোগ যুক্তরাষ্ট্রে
  • আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণ করলেন নেপালের প্রধান বিচারপতি
  • অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই
  • নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার তারিখ ঘোষণা
  • তত্ত্বাবধায়ক সরকারযুক্ত সংবিধানই জনগণ চায়
  • বিশ্ব শিক্ষক দিবস: রাবিতে ৩ অধ্যাপককে সম্মাননা
  • টি-টোয়েন্টি থেকে উইলিয়ামসনের অবসরের ঘোষণা
  • ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন মুজিবুর রহমান