প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মুঠোফোন উৎপাদন ও সংযোজনে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। এছাড়াও বাজেটে অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোয় বাড়তে পারে মুঠোফোনের দাম।
আজ সোমবার বিকেল ৩টায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এই কর নির্ধারণের ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ড.
বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। আর সুবিধাটি কমিয়ে এর মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
অর্থ উপদেষ্টা আরও বলনে, মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি সুবিধা রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সুবিধা কমানো হয়েছে। তবে কতটুকু কমানো হয়েছে, তা এখনও জানানো হয়নি।
প্রতিবছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হয়েছে বেতার-টেলিভিশনের মাধ্যমে। এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। এর আগে আজ দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব জ ট ২০২৫ ২৬ প রস ত ব উপদ ষ ট স য জন
এছাড়াও পড়ুন:
ঢাকা বিএএফ শাহীন কলেজে ২০২৬ সালে শিশু শ্রেণিতে ভর্তি
ঢাকা বিএএফ শাহীন কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে শিশু (কেজি) শ্রেণিতে ছাত্র–ছাত্রী ভর্তি নেওয়া হবে। ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
যে শাখায় ভর্তি নেওয়া হবে-১. প্রভাতি শাখায় ও দিবা শাখায়।
২. বাংলা ও ইংরেজি ভার্সন।
আবেদনের শেষ তারিখ-
২২ নভেম্বর ২০২৫।
আরও পড়ুনজাতিসংঘের সম্পূর্ণ অর্থায়নে ইন্টার্নশিপের সুযোগ০২ নভেম্বর ২০২৫শিক্ষার্থীর বয়স-অনলাইন ভেরিফায়েড জন্মসনদ অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ তারিখে শিক্ষার্থীর বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যোপান্ত০১ নভেম্বর ২০২৫কোথায় আবেদন করবেন-১. আবেদন করার জন্য কলেজ ওয়েবসাইটে লগইন করে কর্নারে আবেদন করতে হবে।
২. অনলাইনে আবেদনের নিয়মাবলি ওয়েবসাইট থেকে জানা যাবে।
# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট