গাজীপুরের শ্রীপুরে এক শ্রমিকের আত্মহত্যাকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৬৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দেড় হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।
শ্রীপুর থানার ওসি জানান, মঙ্গলবার রাতেই শিল্প পুলিশের এসআই সুশান্ত কুমার বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার ২৩ শ্রমিককে গতকাল বুধবার গাজীপুর আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুরের জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক জাকির হোসেন (২৪) আটতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১১ পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হন।
মারা যাওয়া শ্রমিক জাকির নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তাঁর সহকর্মীদের দাবি, জাকির কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চান। তাঁকে ছুটি না দিয়ে লাঞ্ছিত করা হয়। এ অপমান সহ্য করতে না পেরে জাকির আটতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, জাকির ছুটি চাননি, তাঁকে লাঞ্ছিতও করা হয়নি। পারিবারিক কলহের কারণে মানসিক যন্ত্রণা থেকে গত সোমবার সন্ধ্যায় জাকির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। পরদিন মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়। পুলিশ সেখানে অবস্থান করছিল। শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশও হাজির হয়ে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার সামনে রাখা পুলিশের এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) গাড়ির ওপর উঠে শ্রমিকরা উল্লাস করতে থাকে। সাদা রঙের এ গাড়িতে তারা ভাঙচুর চালায়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশও পাল্টা অ্যাকশনে যায়। পুলিশ তাদের ধাওয়া দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। দফায় দফায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জিন্নাত নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জুবায়ের এম বাশার বলেন, পারিবারিক বিষয় নিয়ে জাকির কয়েকদিন ধরে হতাশায় ভুগছিলেন। এ হতাশা থেকে আত্মহত্যা করেন। কারখানা কর্তৃপক্ষের কাছে তিনি ছুটি চাননি। তাঁকে লাঞ্ছিত করার প্রশ্নই ওঠে না।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য ১৯টি টিয়ারশেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষ চলার সময় পুলিশের ১১ জন সদস্য আহত হন। এরই মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।
অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।
ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।
স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।
ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়