যমুনা সেতুর পশ্চিমে ১৭ কিলোমিটার যানজট
Published: 14th, June 2025 GMT
সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে যমুনা সেতুর পশ্চিম পাড়ে প্রায় ১৭ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। আজ শনিবার ভোর পৌনে ৬টা থেকে বাড়তে থাকে যানবাহনের চাপ। মূলদ সেতুর ওপর ও পশ্চিম দিকে ঝাউল ওভারব্রিজের অদূরে এনডিপি অফিসের সামনে আমবোঝাই ট্রাকসহ কয়েকটি যানবাহন বিকল হলে এ যানজট তৈরি হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সেতুর পশ্চিম দিকের মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর থেকে সীমান্ত বাজার পর্যন্ত ঢাকা-উত্তরাঞ্চলগামী উভয় লেনে বিপুল পরিমাণ যানবাহন আটকা পড়ে। যানজট নিরসনে সেতু পশ্চিম থানা ও কড্ডা ট্রাফিক ফাঁড়ির পুলিশ ভোর ৬টা থেকে চেষ্টা চালায়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো অপসারণে গিয়ে যমুনা সেতু কর্তৃপক্ষের দুটি ও জেলা পুলিশের একটি রেকার বিকল হলে যানজট ও দুর্ভাগের মাত্রা আরও বেড়ে যায়। যদিও সকাল সাড়ে ৯টার পর অবস্থার কিছুটা উন্নতি হতে থাকে। ঢাকা-উত্তরগামী যানবাহন চলাচল শুরু হলেও ঢাকার অভিমুখে দূরপাল্লার বাস ও ট্রাক থেমে থেমে চলতে থাকে।
এদিকে ঈদের ছুটি শেষে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী পোশাক কারখানার কর্মীদের যাত্রা শুরু হয় শুক্রবার। ওই দিন দুপুর থেকেই যমুনা সেতুর পশ্চিমপাড়ের গোল চত্বর থেকে পূর্বদিকে টোল প্লাজা এবং পশ্চিম দিকের মুলিবাড়ী-কড্ডা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার যানজট ও ধীরগতি দেখা যায়। শুক্রবার দিনভর যানজট নিয়ন্ত্রণে হিমশিম খায় ট্রাফিক, জেলা ও হাইওয়ে পুলিশ।
গতদিনের যানজট শনিবার ভোর থেকে আছড়ে পড়ে। ভোর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে ভিড় জমায়। কিন্তু রেকার তিনটি বিকল হয়ে পড়ায় তারাও বিপদে পড়েন।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের প্রশাসনিক শাখার ইন্সপেক্টর মো.
হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুর রউফ বলেন, সেতুর পশ্চিম পাড়ে প্রায় ১৭ কিলোমিটার অংশে থেমে থেমে যানজট রয়েছে। সেতুর ওপরে এবং পশ্চিম দিকে কয়েকটি যানবাহন বিকল হওয়ায় ওই অবস্থার সৃষ্টি হয়। হাটিকুমরুল মোড়ে যান চলাচল সচল রয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত সেতুর ওপরে চারটি এবং পশ্চিম দিকে একটিসহ পাঁচটি গাড়ি বিকল হয়ে পড়ে। লোড গাড়ি সরাতে গিয়ে সেতু ও জেলা পুলিশের তিনটি রেকার বিকল হয়ে যায়। ভোর পাঁচটা থেকে কিছু সময়ের জন্য যান চলাচল স্বাভাবিক থাকলেও ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গরমেও যানজটে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: য নজট স র জগঞ জ স ত র ওপর র য নজট
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা