পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির শেষ দিন আজ। শেষ মুহূর্তে কর্মজীবী মানুষ কর্মস্থলে ফেরার জন্য রাজধানীমুখী হচ্ছেন। ঈদের পর থেকে রাজধানীতে ফেরার ঢল শুরু হলেও আজ যাত্রীচাপ সবচেয়ে বেশি।

এতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছিল। তবে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘‘সকালে দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। বর্তমানে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। তবে, পূর্ব পাড়ে কোনো যানজট নেই।’’

আরো পড়ুন:

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

গাজীপুরে মহাসড়কে যানজট 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ‘‘সেতুর পশ্চিম প্রান্ত থেকে নলকা মোড় পর্যন্ত সকাল থেকেই যানজট থাকলেও বিকেল ৫টার পর যানজট কমতে শুরু করেছে। বর্তমানে যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত যানজট রয়েছে।’’

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আসাদুজ্জামান বলেন, ‘‘যানজট এখন অনেকটাই কমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।’’

ঢাকা/রাসেল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য নজট য নজট

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ