ভোলায় দুই পক্ষের সংঘর্ষ, কুপিয়ে বিএনপি নেতার কবজি প্রায় বিচ্ছিন্ন
Published: 15th, June 2025 GMT
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওয়ার্ড বিএনপির এক নেতার বাঁ হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়। আজ রোববার দুপুরে উপজেলার দেউলা ইউনিয়নের মজমবাজারে এ ঘটনা ঘটে।
কবজি প্রায় বিচ্ছিন্ন হওয়া নেতার নাম আনিসুর রহমান। তিনি উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নিরুপম সরকার বলেন, ‘তাঁর কবজি গুরুতর জখম হয়েছে। তবে ছুটে যায়নি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠানো হয়েছে।’
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আমির হোসেন ব্যাপারীকে সভাপতি ও জাবেদ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু কমিটি গঠনের আগে থেকেই সভাপতি ও সম্পাদক দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর সেই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল অভিযোগ করে বলেন, ‘দলের দায়িত্ব পাওয়ার পর থেকে অন্যায়-অনিয়মের ব্যাপারে কঠোর হওয়ায় সভাপতিসহ তাঁর লোকজন আমার ওপর ক্ষুব্ধ হয়। আজ দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর সভাপতি ও তাঁর লোকজন আমার ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমির ব্যাপারীর ছেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাঁ হাতের কবজি কেটে ফেলে।’ তিনি বলেন, প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনিসহ তাঁর সঙ্গে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন।
তবে অভিযুক্ত আমির হোসেন ব্যাপারীকে কয়েকবার মুঠোফোনে কল করলেও তিনি ধরেননি। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান বলেন, এলাকায় একটি সংঘর্ষের ঘটনা শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানেন না। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র স ঘর ষ র কবজ উপজ ল
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫