জেলা-উপজেলায় জটিল রোগের চিকিৎসা দিতে সুপারিশ
Published: 16th, June 2025 GMT
রাজধানীর বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউটের ওপর রোগীর চাপ কমাতে জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জটিল রোগের চিকিৎসাসেবা চালু করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এ ছাড়া ধাপে ধাপে যথাক্রমে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনের প্রতিবেদনে এসব প্রস্তাব উঠে এসেছে।
প্রধান উপদেষ্টার কাছে ৫ মে এই প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। এতে বলা হয়, জেলা সদর হাসপাতালে যেসব অবকাঠামো রয়েছে, সেই অবকাঠামো দিয়েই জটিল রোগীর বিশেষায়িত সেবা দেওয়া সম্ভব। কিছু ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং নতুন যন্ত্রপাতি লাগবে। এর ব্যবস্থা করতে হবে। এসব হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবা সহায়ক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। হাসপাতালে জরুরি বিভাগগুলো পরিচালিত হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে। ফার্মেসি, ডায়াগনস্টিক, রক্ত সঞ্চালন ও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠন করতে হবে। রোগীর চিকিৎসায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) সেবা উন্নত করা এবং প্রতিটি বিভাগে আন্তর্জাতিকমানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনে সরকারি-বেসরকারি সংস্থাসহ বিদেশি বিনিয়োগ গ্রহণ করা যেতে পারে।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ড.
প্রতিবেদনে বলা হয়, জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবার নানা অবকাঠামো রয়েছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অপারেশন থিয়েটার, এক্স-রেসহ পরীক্ষা-নিরীক্ষার সব ব্যবস্থাই রয়েছে। তবে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের অভাবে ৩৫ ভাগ যন্ত্রপাতিই বিকল। এ ছাড়া পর্যাপ্ত জনবলও নেই মাঠ পর্যায়ে। ফলে জেলা পর্যায়ে সেবা না পেয়ে রোগীরা ঢাকামুখী হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, এসব হাসপাতাল সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রতি রোগীর জন্য গড়ে ১০ মিনিটের পরামর্শ সময় নিশ্চিত করতে হবে। অতিদরিদ্র বা যারা দেশের জনসংখ্যার ২০ শতাংশ, তারা সব হাসপাতালে বিনামূল্যে সব সেবা পাবেন।
জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সাল বলেন, রোগীর জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস এবং পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। এ জন্য অনেক অর্থের দরকার হবে। এই অর্থ কোথা থেকে আসবে, তা নিশ্চিত করতে হবে। অর্থের জন্য বাজেট বাড়ানোর প্রস্তাব করেছে কমিশন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান সমকালকে বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ হাতে পাওয়ার পর কিছু বেশ কিছু কাজ শুরু হয়েছে। ঢাকামুখী রোগীর চাপ কমাতে সেবা বিকেন্দ্রীকরণে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে দুটি জিনিস বেশি প্রয়োজন হবে– একটি অর্থ, অন্যটি দক্ষ জনবল। দুটিই উন্নত করতে কাজ করছে মন্ত্রণালয়। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন বাজেট বাড়ানোর সুপারিশ করেছে। তবে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাত গুরুত্ব পায়নি। আবার ২৫-৩০ বছর দেখা গেছে, স্বাস্থ্যের ৬০, ৭০ বা ৭৫ ভাগের বেশি বরাদ্দকৃত অর্থের ব্যবহার হয় না। বিভিন্ন স্তরে স্বাস্থ্য ব্যবস্থাপকদের অর্থ ব্যবহারের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: র স প র শ কর প রস ত ব ব যবস থ পর য য় উপজ ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।