সাত মামলায় ১৮ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর
Published: 18th, June 2025 GMT
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে সাতটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ জুন) সকালে চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে সকাল ৯টার পরপরই জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো.
আরো পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্যের সাক্ষাৎ
কুষ্টিয়ার সাবেক এমপি কামারুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এসব মামলায় মোট সাতটি রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির সাতটি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতিটি মামলায় দুই থেকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এর মধ্যে চকরিয়া থানার মামলা পাঁচটি এবং পেকুয়া থানায় দুটি।
জাফর আলমের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রায় অর্ধকিলোমিটার এলাকাজুড়ে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জাফর আলমের পক্ষে শুনানিতে অংশ নেন একাধিক আইনজীবী।
এদিকে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে তোলার পর থেকে তার মুক্তির দাবিতে চকরিয়ার বিভিন্ন স্থানে তার মিছিল ও মানববন্ধন করেছেন তার সমর্থকরা।
ঢাকা/তারেকুর/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন