সাত মামলায় ১৮ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর
Published: 18th, June 2025 GMT
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে সাতটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ জুন) সকালে চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে সকাল ৯টার পরপরই জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো.
আরো পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্যের সাক্ষাৎ
কুষ্টিয়ার সাবেক এমপি কামারুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এসব মামলায় মোট সাতটি রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির সাতটি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতিটি মামলায় দুই থেকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এর মধ্যে চকরিয়া থানার মামলা পাঁচটি এবং পেকুয়া থানায় দুটি।
জাফর আলমের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রায় অর্ধকিলোমিটার এলাকাজুড়ে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জাফর আলমের পক্ষে শুনানিতে অংশ নেন একাধিক আইনজীবী।
এদিকে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে তোলার পর থেকে তার মুক্তির দাবিতে চকরিয়ার বিভিন্ন স্থানে তার মিছিল ও মানববন্ধন করেছেন তার সমর্থকরা।
ঢাকা/তারেকুর/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম