সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য পরামর্শক ফি, ব্যবস্থাপনা ফি এবং অন্যান্য সেবার বিপরীতে ফি বাবদ বিদেশে অর্থ পাঠানো সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোই এসব ক্ষেত্রে অর্থ পাঠাতে পারবে। এতদিন এসব ফি পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগতো। বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, দেশের বাইরে অর্থ পাঠাতে কিছু শর্ত মেনে চলতে হবে। এক্ষেত্রে এ ধরনের প্রকল্প যথাযথ সরকারি কর্তৃপক্ষ অনুমোদিত হতে হবে, যার মধ্যে আর্থিক অনুমোদনও অন্তর্ভুক্ত থাকবে। 

বিদেশি সুবিধাভোগীর সঙ্গে চুক্তির প্রমাণপত্র থাকতে হবে। প্রতিটি আবেদনের সঙ্গে ইনভয়েস ও সেবা নেওয়ার স্বপক্ষে প্রকল্প কর্তৃপক্ষের সনদপত্র থাকতে হবে। উৎসে কর কর্তন, মূল্য সংযোজন কর এবং বিলের ওপর প্রযোজ্য অন্যান্য কর সংক্রান্ত বিধিবিধান মেনে চলতে হবে। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, রয়্যালটি, কারিগরি জ্ঞান বা কারিগরি সহায়তার ফি এবং ফ্র্যাঞ্চাইজি ফি পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নীতিমালা অনুসরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে প্রকল্প সংক্রান্ত ফি পাঠানো সহজ হবে। এখন থেকে আর পূর্বানুমতির প্রয়োজন না থাকায় দ্রুত অর্থ পাঠানো যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রকল প অর থ প ঠ প রকল প

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ