ম্যাথুসকে ফিরিয়ে জুটি ভাঙলেন মুমিনুল
Published: 19th, June 2025 GMT
বাংলাদেশের ৪৯৫ রানের শক্ত জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। সুনির্দিষ্ট করে বললে পাথুন নিশাঙ্কা। তিনি ডাবল সেঞ্চুরির পথে ছুটছেন। তবে নিশাঙ্কার সঙ্গে ম্যাথুসের ৮৯ রানের জুটি ভেঙেছেন মুমিনুল হক। তিনি ম্যাথুসকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেছেন।
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৭৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯৫ রান করেছে। বাংলাদেশের থেকে ২০০ রানে পিছিয়ে আছে। নিশাঙ্কা ১৬৯ রান করেছেন। তার সঙ্গী কামিন্দু মেন্ডিস।
মুমিনুলের শিকার ম্যাথুস: ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছেন অ্যাঞ্জেল ম্যাথুস। বিশ্বকাপে তাকে টাইমড আউট করেছিল বাংলাদেশ। ওই ম্যাথুসকে গার্ড অব অনার দেয় বাংলাদেশ। ক্রিজে এসে ৬৯ বলে তিন চার ও এক ছক্কায় ৩৯ রান করে মুমিনুলের বলে আউট হয়েছেন তিনি।
চান্দিমালকে ফেরালেন নাঈম, জীবন পেলেন নিশাঙ্কা: অবশেষে সাফল্যের দেখা পেল বাংলাদেশ। নাঈমের বলে সাদমানের তালুবন্দি হয়ে ফিরলেন চান্দিমাল। ১১৯ বলে চারটি চারে ৫৪ রান করেন লঙ্কান এই ব্যাটার। এতে ভাঙল ২৩৮ বলে ১৫৭ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস। পরের ওভারে আরেকটি উইকেট পেতে পারতেন নাঈম। নিশাঙ্কার ক্যাচ ধরতে পারেননি লিটন। সে সময় ১১৯ রানে ছিলেন নিশাঙ্কা। ৫৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৩ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ১২৩ রানে নিশাঙ্কা ও ৪ রানে আছেন ম্যাথুস।
নিশাঙ্কার সেঞ্চুরিতে লঙ্কানদের প্রতিরোধ: ঘনঘন বোলার পরিবর্তন করেও কুল কিনারা পাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উল্টো নিশাঙ্কা-চান্দিমাল পেয়েছে শতরানের জুটি। নিশাঙ্কাও পেয়েছেন টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি। অপর প্রান্তে চান্দিমালও আছেন ফিফটির পথে।
১ উইকেট হারিয়ে ১৮১ রানে ব্যাট করছে লঙ্কানরা। নিশাঙ্কা ১০১ ও চান্দিমাল আছেন ৪৮ রানে। শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে ৩১৪ রানে পিছিয়ে। এর আগে দিনের প্রথম সেশনে ২৭ ওভার ব্যাটিং করে শ্রীলঙ্কা। হারিয়েছে ওপেনার লাহিরু উদারার উইকেট।
আজ ম্যাচের তৃতীয় দিন ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। এদিন সফরকারীরা টিকেছে মাত্র ৩.
উৎস: Samakal
কীওয়ার্ড: গল ট স ট র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
অভিনেত্রীর সাত মাসের শিশুকে নিয়ে ট্রল, সাইবার সেলে মামলা
টেলিভিশনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের সাত মাসের সন্তানকে ঘিরে সাইবার বুলিংয়ের ঘটনা সামনে এসেছে। সদ্যোজাত পুত্রসন্তান জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রূপ, এমনকি বর্ণবিদ্বেষমূলক ট্রল করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দেবলীনা।
দেবলীনা ও তাঁর স্বামী শাহবাজ শেখের একমাত্র সন্তান জয়। জন্মের পর থেকেই ইনস্টাগ্রামে জয়কে নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করতেন দেবলীনা। তবে সম্প্রতি ছেলের গায়ের রং নিয়ে তাঁকে টার্গেট করে ভয়ানক বর্ণবাদী মন্তব্য করতে শুরু করেন অনেকে। ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে ছোট্ট জয়কে উদ্দেশ করে ব্যবহার করা হয় অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ।
স্বাভাবিকভাবে একজন মা হিসেবে এই অন্যায্য আচরণ আর সহ্য করতে পারেননি দেবলীনা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু নেতিবাচক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন এবং জানান, ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম সেলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। দেবলীনার ভাষায়, তাঁর সন্তানের উদ্দেশে দুই হাজারের বেশি বিরূপ মন্তব্য করা হয়েছে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য