ছোট্ট একটি দোতলা বাড়ি। মূল ফটকে বাড়ির নম্বর লেখা ২১২। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের অদূরে এই বাড়িতেই শৈশব কেটেছে পোপ চতুর্দশ লিওর। গত ৮ মে তিনি ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু নির্বাচিত হওয়ার পর থেকেই সেই বাড়িকে ঘিরে আগ্রহ বেড়েছে লোকজনের। এমনকি মালিকের সঙ্গে কথা বলে বাড়িটি নিলামে তোলার সব প্রক্রিয়া প্রায় শেষ হয়েছিল। কিন্ত বাড়িটি কিনে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বাড়িটি যেখানে, সেই গ্রামের নাম ডোল্টন। পোপ লিওর বাড়িটি নিলামে উঠছে জেনে গত মঙ্গলবার এক জরুরি বৈঠক ডাকে ডোল্টন ভিলেজ বোর্ড। বৈঠকে সিদ্ধান্ত হয় যে বাড়িটি গ্রাম কর্তৃপক্ষ কিনে নেবে। পরে যোগাযোগ করা হয় বাড়ির মালিকের সঙ্গে। তিনি বাড়িটি বিক্রি করতে রাজি হয়েছেন।

ডোল্টন ভিলেজ বোর্ড সেই বৈঠকে গ্রামবাসীদেরও আমন্ত্রণ জানিয়েছিল। বৈঠকে বাড়িটি কেনার সিদ্ধান্ত হওয়ার পর মেয়র জ্যাসন হাউস সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আমরা চাইলে এমন একটি মুহূর্ত কাজে লাগাতে পারি। না হলে বাড়িটি কোনো বিনিয়োগকারীর কাছে ছেড়ে দিতে হবে।’

বাড়িটি কেনার এ সিদ্ধান্তকে ‘জীবনে একবারই আসে এমন একটি সুযোগ’ হিসেবে বর্ণনা করেন ডোল্টন ভিলেজ বোর্ডের সদস্যরা। তাঁদের মতে, বাড়িটির নিয়ন্ত্রণ পেলে এটির ‘যথোচিত মর্যাদা’ দিতে পারবে বোর্ড।

অকশনিয়ার প্যারামাউন্ট রিয়্যালটি নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান অবশ্য বাড়িটি নিলামে তোলার সব প্রক্রিয়া সম্পন্ন করেছিল। সব ঠিকঠাক থাকলে ১৭ জুলাই বাড়িটি নিলামে উঠত। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শৈশব কাটানো একটি বাড়ি ২০ লাখের বেশি ডলারে বিক্রি করেছিল নিলামে।

পোপ চতুর্দশ লিওর জন্ম শিকাগোয় ১৯৫৫ সালে। তাঁর পরিবার বাড়িটি কেনে এরও ছয় বছর আগে, ১৯৪৯ সালে। মিশিগানে একটি উচ্চবিদ্যালয়ে ভর্তি হওয়ার আগপর্যন্ত এই বাড়িতেই ছিলেন পোপ লিও। ১৯৯৬ সালে বাড়িটি বিক্রি করে দেয় তাঁর পরিবার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড ল টন

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’

ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ