নোবিপ্রবিতে পূবালী ব্যাংকের অ্যাম্বুলেন্স উপহার
Published: 4th, July 2025 GMT
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী নোবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের নোয়াখালী অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।
এ সময় নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/সাজ্জাদ/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ব প রব ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
গাজার ৮৫ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজার ৮৫ শতাংশ এখন ইসরায়েলি-সামরিক অঞ্চলে বা জোরপূর্বক উচ্ছেদের আদেশের অধীনে রয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুসারে, মার্চ মাসে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ৭ লাখ ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। চার মাসেরও বেশি সময় ধরে কোনো জ্বালানি ছিটমহলে প্রবেশ না করায় গাজার জ্বালানি সংকট আরো তীব্র হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, “গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাগুলো গুরুতর অপারেশনাল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা সুবিধার ব্যাপক ক্ষতি, নিরাপদ চলাচলে বাধা এবং চিকিৎসা সরবরাহ ও জ্বালানি প্রবেশের উপর বিধিনিষেধ।”
এদিকে, শুক্রবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী রাত ২টার দিকে শহরের পশ্চিমে একটি তাঁবু ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে। এতে বাস্তুচ্যুত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর জাবালিয়ায় পাঁচজন নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিক এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
ঢাকা/শাহেদ