নিরাপদ খাদ্য নিশ্চিতে দরকার সমন্বিত উদ্যোগ
Published: 5th, July 2025 GMT
দেশে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ খাদ্য ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত খাদ্য হতে হবে নিরাপদ এবং কৃষককে পণ্যের ন্যায্য দাম পেতে হবে।
শনিবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত ‘নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ’ শীর্ষক তৃতীয় জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব এসব কথা বলেন।
সম্মেলনের আয়োজন করে বিসেফ ফাউন্ডেশন। এতে সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল ১৫টি সংগঠন। দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন দেশের ১০০টির বেশি সংগঠনের ২৫০ জন প্রতিনিধি।
কৃষি সচিব বলেন, দেশে নির্ভরযোগ্য উৎপাদন ও চাহিদা-সংক্রান্ত পরিসংখ্যানের ঘাটতি রয়েছে। তাই নিরাপদ খাদ্য এবং ন্যায্য বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সঠিক তথ্য জরুরি। উদাহরণ টেনে তিনি বলেন, এবার আমের উৎপাদন ভালো হলেও কৃষকরা ন্যায্য দাম পাননি। শুধু উৎপাদন নয়, বাজার ব্যবস্থাও ঠিক রাখতে হবে।
কৃষি সচিব বলেন, জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের কৃষিতে একটি ২৫ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে মানুষ ছাড়াও পশু ও বন্যপ্রাণীর খাদ্য নিরাপত্তা বিবেচনায় নেওয়া হবে।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল জাকারিয়া ও বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র পদ খ দ য উৎপ দ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন