বিচার ও সংস্কারের দাবিকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা পূরণে বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিকে জোরদার করতে হবে।

শনিবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে গণসংহতি আন্দোলনের তরুণ জুলাই যোদ্ধাদের নতুন বাংলাদেশ ভাবনা নিয়ে মতবিনিময় ও জাতীয় পরিষদের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন জোনায়েদ সাকি।

মতবিনিময় সভায় সারা দেশ থেকে আসা গণসংহতি আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জুলাই গণ-অভ্যুত্থানে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় দলের ভূমিকা, সাংগঠনিক পরিস্থিতি ও স্থানীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা।

সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, মব সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরি করা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীতে। একে প্রতিহত করা অন্তর্বর্তী সরকারের আশু দায়িত্ব।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বিচারের দাবিতে দিন গুনছেন। আমরা বিচারের অগ্রগতি সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য চাই। বিচার ও সংস্কারকে কোনোভাবে নির্বাচনের মুখোমুখি না করে, বরং তিনটিকেই জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান (রুবেল), রাজনৈতিক পরিষদের নেতা তাসলিমা আখতার, মনির উদ্দীন ও হাসান মারুফ রূমী; বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান (রিচার্ড), নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফারহানা মানিক (মুনা), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, সদস্যসচিব সাকিবুর রনি প্রমুখ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কাজে ফিরছেন পপি, খুঁজছেন ভালো গল্প ও চরিত্র

দীর্ঘ বিরতির পর রূপালী পর্দায় ফিরতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সন্তান ও সংসার সামলে এখন আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেন, ‘‘চলচ্চিত্র থেকে সাময়িক বিরতিতে ছিলাম। এখন আবার কাজের কথা ভাবছি। সন্তান জন্মের পর একটু মুটিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা ঠিক আছি। যেহেতু দীর্ঘ একটা গ্যাপ হয়েছে, তাই যে কোনো কাজ দিয়ে ফিরতে চাই না। ভালো কিছু দিয়েই ফিরতে চাই।”

গত কয়েক বছর ধরেই পপি নিজেকে মিডিয়ার আলোচনার বাইরে রেখেছেন। এই সময় তিনি কাটিয়েছেন পুরোপুরি ব্যক্তিজীবনে মনোযোগ দিয়ে। পরিবার গড়ে তুলেছেন, মা হয়েছেন। এখন তার একমাত্র সন্তান আয়াত ধীরে ধীরে বড় হচ্ছে।

বর্তমানে পপি স্বামী ও সন্তান নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন। কিছুদিন আগে সেখানে অবকাশ যাপনের কথা নিজেই জানান।

এদিকে পপির অনুপস্থিতির কারণে আটকে আছে একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভালোবাসার প্রজাপতি’ (পরিচালক: রাজু আলীম), ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ (পরিচালক: আরিফুর জামান আরিফ)।

তবে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ (পরিচালক: সাদেক সিদ্দিকী) সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘিরে গুঞ্জন উঠলেও এখনো সিনেমাটি আলোর মুখ দেখেনি।

দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রীর প্রত্যাশা যতটা ধামাকা দিয়ে তিনি হারিয়েছিলেন, ততটাই শক্ত কাজ দিয়ে তিনি ফিরবেন। তাই কাজ বাছাইয়ে সময় নিচ্ছেন।

ঢাকা/রাহাত//

সম্পর্কিত নিবন্ধ