আশুরার চেতনায় উজ্জিবিত হয়ে ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যাওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে এক বিবৃতিতে তি‌নি এ কথা ব‌লেন।

মুফতি রেজাউল করীম বলেন, “আশুরা ইসলাম শুধু না বরং বিশ্বের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। অনেক জালিমের পতন হয়েছে এই দিনে। ইসলামের ইতিহাসেও অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের এক অবিনশ্বর ইতিহাসের স্মৃতি‌বিজড়িত এই আশুরা দিবস। আশুরার এই দিনে হজরত হোসাইনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমাদের ‘কারবালা’ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।”

আরো পড়ুন:

শিশুদের নিয়ে ইবি সিআরসি স্কুলের ফল উৎসব

সমকামীকে দূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত রি‌ভিউ দা‌বি

আশুরার রাজনৈতিক দিকের সাথে সাথে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ ক‌রে দল‌টির আমির বলেন, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিনে এবং তার আগের বা পরের দিন রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মান্য করে ইবাদত-বন্দেগির মধ্যে এইদিন অতিবাহিত করা উচিৎ।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি তৈরি না করি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বাংলাদেশে গুটিকয়েক মানুষ স্বৈরাচার তৈরি করেছে, ফ্যাসিবাদ তৈরি করেছে, এরাই সব সম্পত্তির মালিক হইছে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার। এরাই সব সম্পত্তির মালিক হয়ে দেশের জমিদারি নিয়ে নিছিল। আমরা এই জমিদারি প্রথা ভাঙছি গণঅভ্যুত্থানে।” 

তিনি বলেন, “নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার-ফ্যাসিস্ট-চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, কথা বলতে হবে। আমরা বাংলাদেশে যাতে নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি তৈরি না করি। কোনো অন্যায়-জুলুম দেখলে প্রতিবাদ করতে হবে।”

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শহরের ফকিরগঞ্জ বাজারে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান এসব কথা বলেন তিনি। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নেতারা পঞ্চগড়ে আসেন।

আরো পড়ুন:

বাংলাদেশপন্থিদের হাতেই চলবে বাংলাদেশ: নাহিদ 

পুরনো সিস্টেম ও দখলদারিত্ব ফিরে আসার চেষ্টা চলছে: নাহিদ  

নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ বারবার বলেছে, তারা অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনোই সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি। বিগত আমলে আমরা দেখেছি, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা অনেক নির্যাতিত হয়েছেন, তাদের জমি দখল করা হয়েছে। তারা কোনো বিচার পান নাই। আমরা চাই, এই নতুন বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে একসাথে নাগরিক হিসেবে সব সুযোগ-সুবিধা পাব।”

তিনি বলেন, “শেখ হাসিনা নিজ দলের নেতাকর্মীদের ফেলে দেশ থেকে পালিয়ে গেছেন। তার পরিবার ও দলের যারা লুটপাট করে বড়লোক হয়েছেন, অনেক বেশি জুলুমবাজ হয়েছেন, তারাও দেশ থেকে চলে গেছেন। দলের সব নেতাকর্মীকে তারা বিপদে ফেলে গেছেন। তারা কোনো দলের নেতা হতে পারেন না।” 

এনসিপির এই নেতা বলেন, “গণ-অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা দেশটাকে নতুন করে গড়ব বৈষম্যহীন ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে। এটি চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। সেই লক্ষ্যে এই গণঅভ্যুত্থানে যেসব তরুণ-আমরা নেতৃত্ব দিয়েছিলাম, তারা মিলে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। যে পার্টি আপনার কথা বলতে চায়, সাধারণ জনগণের কথা বলতে চায়। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ইনসাফের রাজনীতি করতে চায়।

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন। 

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেওয়া যাবে না: সাইফুল হক
  • সিকৃবির প্রধান ফটকের নাম ‘জুলাই ৩৬’
  • ‘পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই’
  • বঙ্গীয় বদ্বীপের মানুষের সংকটকালে তুরস্ক পাশে দাঁড়িয়েছে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
  • বঙ্গীয় বদ্বীপের মানুষের সংকটকালে তুরস্ক পাশে দাঁড়িয়েছে:
  • নেতৃত্বের ঘাটতিতে গণঅভ্যুত্থানের বৈপ্লবিক সম্ভাবনা কাজে লাগেনি
  • ফরিদপুরে এ. কে. আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় বাম জোটের উদ্বেগ
  • গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি
  • নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি তৈরি না করি: নাহিদ