জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। প্লেব্যাক হোক বা অডিও গান-সঙ্গীতের প্রতিটি ধারায় সমানভাবে সরব এই গায়িকা। এবার তিনি আসছেন এক নতুন রোমান্টিক গান নিয়ে। শিরোনাম ‘আমার কি হও তুমি’।

এই গানে কোনালের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সময়ের প্রতিভাবান শিল্পী আমিনুল ইসলাম। প্রেম, ভালোবাসা আর খুনসুটিতে মোড়া গানটির কথা ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন করেছেন এস পুলক। মিক্সিং ও মাস্টারিংয়ের কাজটি করেছেন তাহান খান তামিম।

গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। যেখানে অভিনয় করেছেন আলভী মামুন ও আঁখি। পাশাপাশি দেখা যাবে কোনাল ও আমিনুলকেও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোনাল বলেন, ‘অনেকদিন পর এমন একটা সুন্দর রোমান্টিক গান গাইলাম। গানটির কথা, সুর, সংগীতায়োজন-সব মিলিয়ে এক চমৎকার অভিজ্ঞতা হয়েছে। আমিনুল ভাইয়ের গায়কী আমাকে মুগ্ধ করেছে। গানটির শুটিং হয়েছে এক দারুণ সুন্দর লোকেশনে—লালমাটি আর সবুজে ঘেরা প্রকৃতির মাঝে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

একইভাবে আবেগ জড়ানো কণ্ঠে আমিনুল বলেন, ‘কোনাল আপুর সঙ্গে গান গাওয়া আমার কাছে স্বপ্ন পূরণের মতো। তিনি অসাধারণ গেয়েছেন, আর পুরো কাজ জুড়ে ছিলেন খুবই সহানুভূতিশীল। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বাস করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

ডিএমএস জানিয়েছে, ১০ জুলাই, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে ‘আমার কি হও তুমি’ গানটির ভিডিও উন্মুক্ত করা হবে। একইসঙ্গে গানটি শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নত ন গ ন কর ছ ন আম র ক আম ন ল গ নট র

এছাড়াও পড়ুন:

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি 

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম- জিপিএমএস)’ বাস্তবায়নে অর্থ উপদেষ্টা  সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। 

সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে বাকি দুই সদস্য হলেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কাজের জবাবদিহিতা, দক্ষতা ও জনকল্যাণ নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নের নতুন পদ্ধতি চালু হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) পরিবর্তে নতুন সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) চালু করা হয়েছে। এই জিপিএমএস বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব কমিটিকে সহায়তা করবেন। তাছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এ কমিটি জিপিএমএস বাস্তবায়নের বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা দেবে। মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসে সেকশন ১-এর আওতায় প্রস্তুত করা পরিকল্পনা অনুমোদন দেবে এবং অর্থবছর শুরুর আগে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএস পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করবে এ কমিটি।

এছাড়া, প্রতি অর্থবছর শেষে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসের সার্বিক মূল্যায়ন পর্যালোচনা করে সুপারিশ দেবে। জিপিএমএস বিষয়ে সরকারের দেওয়া অন্য যেকোনো দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি