জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। প্লেব্যাক হোক বা অডিও গান-সঙ্গীতের প্রতিটি ধারায় সমানভাবে সরব এই গায়িকা। এবার তিনি আসছেন এক নতুন রোমান্টিক গান নিয়ে। শিরোনাম ‘আমার কি হও তুমি’।

এই গানে কোনালের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সময়ের প্রতিভাবান শিল্পী আমিনুল ইসলাম। প্রেম, ভালোবাসা আর খুনসুটিতে মোড়া গানটির কথা ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন করেছেন এস পুলক। মিক্সিং ও মাস্টারিংয়ের কাজটি করেছেন তাহান খান তামিম।

গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। যেখানে অভিনয় করেছেন আলভী মামুন ও আঁখি। পাশাপাশি দেখা যাবে কোনাল ও আমিনুলকেও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোনাল বলেন, ‘অনেকদিন পর এমন একটা সুন্দর রোমান্টিক গান গাইলাম। গানটির কথা, সুর, সংগীতায়োজন-সব মিলিয়ে এক চমৎকার অভিজ্ঞতা হয়েছে। আমিনুল ভাইয়ের গায়কী আমাকে মুগ্ধ করেছে। গানটির শুটিং হয়েছে এক দারুণ সুন্দর লোকেশনে—লালমাটি আর সবুজে ঘেরা প্রকৃতির মাঝে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

একইভাবে আবেগ জড়ানো কণ্ঠে আমিনুল বলেন, ‘কোনাল আপুর সঙ্গে গান গাওয়া আমার কাছে স্বপ্ন পূরণের মতো। তিনি অসাধারণ গেয়েছেন, আর পুরো কাজ জুড়ে ছিলেন খুবই সহানুভূতিশীল। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বাস করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

ডিএমএস জানিয়েছে, ১০ জুলাই, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে ‘আমার কি হও তুমি’ গানটির ভিডিও উন্মুক্ত করা হবে। একইসঙ্গে গানটি শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নত ন গ ন কর ছ ন আম র ক আম ন ল গ নট র

এছাড়াও পড়ুন:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর অধীন দপ্তরগুলোর রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২ ক্যাটাগরির পদে মোট ৪৭০টি শূন্য পদে নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ৩ সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। ১৬তম গ্রেডের এসব পদে নিয়োগে আবেদন করা যাবে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত সব জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন অস্থায়ী এ নিয়োগে।

পদের নাম ও বিবরণ

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২২৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

বয়সসীমা: ১৮ থেকে ৩২

২. হিসাব সহকারী

পদসংখ্যা: ২৪৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

বয়সসীমা: ১৮ থেকে ৩২

আরও পড়ুনসিনিয়র অফিসার নেবে বেসরকারি ব্যাংক, বেতন ৪০০০০১৪ ঘণ্টা আগেআবেদনসংক্রান্ত নিয়মাবলি

১। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা https://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত)।

২। যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এ জন্য তাঁকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে, তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন ফি

ভ্যাটসহ আবেদন ফি ১১২ টাকা (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা)। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

প্রতীকী ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূবিজ্ঞান অনুষদে এমএস প্রোগ্রাম, বহিরাগত শিক্ষার্থীদের সুযোগ
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০