সবাইকে নিয়ে নতুন জাতীয় পার্টি গড়তে চান শামীম হায়দার পাটোয়ারী
Published: 7th, July 2025 GMT
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ায় দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জেলা-উপজেলা ঘুরে তৃণমূলের মতামত নিয়ে শক্তিশালী নতুন জাতীয় পার্টি গড়তে চান তিনি।
সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন শামীম হায়দার পাটোয়ারী। তিনি দলের কার্যক্রম পরিচালনায় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এ সময় প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন, তরুণ পার্টির জিয়াউর রহমান মোড়ল প্রমুখ উপস্থিত থাকলেও দলের সিনিয়র নেতাদের দেখা যায়নি।
নবনির্বাচিত মহাসচিব বলেছেন, “দলের মহাসচিব নিযুক্ত করায় আমি চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ। তৃণমূলকে সঙ্গে নিয়ে তাদের মতামতে দলকে সাজাতে চাই। একইসঙ্গে আমাদের হারানো নির্বাচনি আসন পুনরুদ্ধার করব।”
“আমি জেলা ও বিভাগীয় পর্যায়ে যাবো। যে উপজেলা পদ্ধতি এরশাদ প্রবর্তন করেছিলেন, সেই উপজেলা পর্যায়ে জাতীয় পার্টিকে রিভাইব করব। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটা নতুন জাতীয় পার্টি গড়ে তুলে সুন্দর বাংলাদেশ গঠনে দৃঢ প্রত্যয়ে এগিয়ে যাব”, বলেন দলটির নতুন মহাসচিব।
এর আগে সোমবার বিকেলে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিযুক্ত করা হয়। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের বিশেষ ক্ষমতাবলে এ নিয়োগ দেন।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অভিযানে গিয়ে মাদক বিক্রেতার কাছ থেকে ‘টাকা নিয়ে আত্মসাৎ’, তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
টাঙ্গাইলের ভূঞাপুরের বাহাদিপুর এলাকায় অভিযানে গিয়ে এক মাদক বিক্রেতার কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার অধিদপ্তরের প্রধান কার্যালয় এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানায়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক মো. জিয়াউর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, গত ১৮ জুন টাঙ্গাইলের ভূঞাপুরের বাহাদিপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ছালেহা বেগমের বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে এই তিন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের জন্য তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তদন্ত–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অভিযানে গিয়ে ছালেহা বেগম নামের এক মাদক বিক্রেতার বাড়ি থেকে ৯ লাখ টাকা নিয়ে আসেন ওই তিন কর্মকর্তা। এমন অভিযোগের ভিত্তিতে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত পাওয়ায় তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।