ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক আট বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন– চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের হাকিমপুর গ্রামের মামুন মিয়া, সোহেল মিয়া, মো.
ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, এই আটজন বাংলাদেশি যুবক কাজের সন্ধানে দালালের মাধ্যমে কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। বিএসএফ তাদের ফেরত দেওয়ার পর সবাইকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, আটক আটজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ছয় দিন পর হস্তান্তর
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কৃষক ইব্রাহিম বাবুর (২৮) মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের উপস্থিতিতে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে দর্শনা থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতের কৃষ্ণনগর থানার পুলিশ।
ইব্রাহিম বাবুর বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামে। পরিবারের সদস্যরা বলছেন, ২ জুলাই দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভুল করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ গুলি করে ইব্রাহিম বাবুকে হত্যা করে।
বিজিবি সূত্র জানায়, নদীয়ার কৃষ্ণনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) অরিন্দম সরকার চুয়াডাঙ্গার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীরের কাছে লাশ হস্তান্তর করেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।
ইব্রাহিম বাবুর বাবা মো. নূর ইসলাম বলেন, ঘাস কাটার সময় ভুল করে ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ তাঁর ছেলেকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এতে তাৎক্ষণিকভাবে ইব্রাহিমের মৃত্যু হয়।
বিজিবি সূত্র জানায়, মারা যাওয়ার পর ইব্রাহিম বাবুর মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়। এরপর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে দফায় দফায় আলোচনার পর আজ মঙ্গলবার লাশ হস্তান্তর করা হয়।
৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান লাশ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনদর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর খবর০২ জুলাই ২০২৫