যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এখনও অনেকেই নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ চলছে চতুর্থ দিনের মতো। টেক্সাসে আবহাওয়া পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

এএফপি জানায়, কেবল কের কাউন্টিতেই প্রাণহানি হয়েছে ৮৪ জনের। এই কাউন্টির মিসটিক সামার ক্যাম্প তাদের ২৭ শিক্ষার্থী ও এক স্টাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আরও ১০ শিক্ষার্থী ও একজন ক্যাম্প কাউন্সেলর এখনও নিখোঁজ রয়েছেন।

অঞ্চলটিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড়ের পূর্বাভাস রয়েছে। স্থানীয় পরিস্থিতিকে বিপর্যয়কর ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই টেক্সাসে যাবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
রয়টার্স জানায়, আবহাওয়াবিদরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

গত শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে টেক্সাস রাজ্যের বিস্তীর্ণ অংশে। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত টেক্সাসের দক্ষিণ-পশ্চিম অঞ্চল। সেখানকার গুয়াডালুপে নদীতে হড়পা বান আসায় পানির তোড়ে ভেসে গেছেন অনেকেই।

সমালোচকদের দাবি, আবহাওয়া বিভাগসহ সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোতে ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটের ফলে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এ কারণে বন্যার আগে তেমন কোনো সতর্কতা ব্যবস্থা ছিল না। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক সোমবার স্বীকার করেন, এই সাইরেন ব্যবস্থা থাকলে কিছু প্রাণ হয়তো রক্ষা পেত।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র বন য

এছাড়াও পড়ুন:

আতশবাজি নিয়ে কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা

তারকারা যখন যা করেন তা নিয়ে যে আলোচনা-সামালোচনা হবে, এই কথা সবারই জানা। প্রিয়াঙ্কা চোপড়ার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি এই বলিউড ডিভা নেটিজেনদের বাক্যবাণে জর্জরিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করা নিয়ে।

সংবাদ প্রতিদিনসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ৪ জুলাই আমেরিকার [যুক্তরাষ্ট্র] স্বাধীনতা দিবস উপলক্ষে স্বামী নিক জোনাসের সঙ্গে উদযাপনে মেতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। ইনস্টা স্টোরিতে সেলিব্রেশনের একাধিক মুহূর্ত শেয়ারও করেছেন এই বলিউড অভিনেত্রী। 

সেখানেই দেখা গেছে, বহু মানুষের ভিড়ে নিক জোনাসের হাত ধরে মার্কিন মুলুকের স্বাধীনতা দিবস উদযাপনে মাতোয়ারা তিনি। একের পর এক আতশবাজি ফাটছে। সেই ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। সেই ভিডিও শেয়ার করে দেশি গার্লখ্যাত অভিনেত্রী লিখেছেন, ‘৪ জুলাইয়ের শুভেচ্ছা সকলকে।’ প্রিয়াঙ্কার এমন উদযাপনের ঝলক দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছেন ভারতীয় নেটিজেনদের একাংশ।

তাদের কথায়, ‘দিওয়ালির সময়ে ভারতীয়দের আতশবাজি পোড়াতে নিষেধ করে এবার নিজেই আমেরিকার স্বাধীনতা দিবসে আতশবাজি পোড়াচ্ছেন!’ কেউ কেউ আবার সাবেক এই বিশ্বসুন্দরীকে ‘হিপোক্রিট’ বলেও কটাক্ষ করেছেন। নেটিজেনদের একাংশ আবার আতশবাজি পোড়ানোর ভিডিও দেখে প্রিয়াঙ্কাকে বায়ুদূষণের কথাও মনে করিয়ে দিয়েছেন। তাদের প্রশ্ন, ‘আর দিদি এবার বায়ুদূষণ নিয়ে আপনার লেকচার কোথায় গেল?’ 

উল্লেখ্য, ২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া এক ভিডিও বার্তায় সকলকে আতশবাজি না পোড়ানোর আর্জি জানিয়েছিলেন। সে সময়ে অভিনেত্রী বলেছিলেন, ‘আমার হাঁপানি রয়েছে। দয়া করে আমার শ্বাসরোধ করবেন না। তাই দিওয়ালিতে বাজি পোড়ানো থেকে বিরত থাকুন।’

শুধু তাই নয়, ওই ভিডিওতে প্রিয়াঙ্কা আর্জি জানিয়েছিলেন যে, এবার থেকে দীপাবলি শুধু আলোর উৎসব হোক। এখানেই শেষ নয়, তার পরের বছর ২০১৯ সালে দিওয়ালির পর পর দিল্লিতে শুটিং করতে গিয়ে সেখানকার বায়ুদূষণ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘ভাগ্যিস আমাদের কাছে এয়ার পিউরিফায়ার আর মাস্ক রয়েছে। এখানে শুটিং করাই এত কঠিন, মানুষজন যে কীভাবে বাস করেন দিল্লিতে কে জানে?’

পেছনের দিনগুলোর এসব কথা স্মরণ করিয়ে দিয়ে এবার প্রিয়াঙ্কাকে নিয়ে ট্রল শুরু করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। আমেরিকার স্বাধীনতা দিবসে বাজি পোড়ানোয় বিষয়টি এতটা নেতিবাচক প্রভাব ফেলবে তা হয়তো প্রিয়াঙ্কা নিজেও বুঝতে পারেননি। যে কারণে নেটিজেনদের নানা রকম মন্তব্যের পরও এখনও মুখে কুলুপ এঁটে আছেন প্রথম সারির এই বলিউড অভিনেত্রী।

প্রসঙ্গত, বিয়ের পর থেকে মার্কিন মুলুকের বাসিন্দা হয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। চুটিয়ে কাজ করছেন পশ্চিমী সিনে দুনিয়ায়। তবে লস অ্যাঞ্জলেসে থাকলেও এখনও দেশীয় রীতি পালন করে চলেছেন। বলিউড সিনেমায় কাজ করার বিষয়েও আগের মতোই সমান আগ্রহী তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • নবীগঞ্জে সংঘর্ষ: সেনাবাহিনীর হাতে আটক ৭ জন
  • ‘আমরা এখনও সপদে বহাল আছি, পার্টির বিরুদ্ধে কী করেছি’
  • ৫ বছরেও হলো না ৬৫০ মিটার সেতু
  • নির্বাচনে কোন দল কত ভোট পেতে পারে, জানালেন তরুণরা
  • আগামী নির্বাচনে ৩৮.৭৬% ভোট পেতে পারে বিএনপি
  • শিশু শিক্ষার্থীর লাশ: জিজ্ঞাসাবাদে এখনও কোনো ক্লু পায়নি পুলিশ
  • আতশবাজি নিয়ে কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা